Kolkata High Court

SSC & Primary: নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাধা নেই! আজই SSC-কে ডেটা রুম হস্তান্তর করবে CBI, OMR নিয়ে পর্ষদের বক্তব্যে হতবাক বিচারপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৯ সেপ্টেম্বর: প্রাইমারি (Primary TET) ও এসএসসি (School Service Commission) সংক্রান্ত দু’দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। শুক্রবার দুপুর ২ টা’র পর শুরু হয় শুনানি। ২০১৪ প্রাইমারি টেট থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এদিন পর্ষদের আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-কে জানান, টেটের সমস্ত অরিজিনাল OMR তাঁরা নষ্ট করে ফেলেছেন। তাই, চাকরিপ্রার্থীদের অরিজিনাল ওএমআর দেখানো সম্ভব নয়! পর্ষদের এই সওয়ালে চমকে ওঠেন বিচারপতি। তথ্যের অধিকার আইন- ২০০৫ (RTI Act – 2005) অনুযায়ী অন্তত ২০ বছর নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য সংরক্ষণ করে রাখার নিয়ম, অথচ পর্ষদ মাত্র ৭ বছরেই (২০১৫ সালে হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা) তা নষ্ট করার কথা জানাচ্ছে ভরা আদালতে! এরপরই এই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর দুপুর ২-টায় আসতে বলেন বিচারপতি। ওইদিন-ই সম্ভবত প্রাথমিক নিয়োগ নিয়ে নিজের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বা অন্তর্বতীকালীন নির্দেশ দিতে পারেন বিচারপতি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল দু’টি গুরুত্বপূর্ণ মামলা :

এদিকে, এই মামলার পর-ই ওঠে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম হস্তান্তর সংক্রান্ত মামলা। নিয়োগে বেনজির দুর্নীতি এবং তথ্য নষ্ট করে দেওয়ার আশঙ্কায় গত সাড়ে তিন মাস ধরে ‘ডেটা রুম’ সিল করা অবস্থায় ছিল এবং তা সিবিআই-এর দখলে ছিল। দপ্তরের বাইরে চব্বিশ ঘন্টা প্রহরায় ছিল সিআরপিএফ। এবার, তা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান-কে হস্তান্তর করবে সিবিআই। আজ-ই সিবিআই আধিকারিক-দের ডেটা রুম হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, সিবিআই তার কাজ করেছে ইতিমধ্যে। সমস্ত তথ্য সংগ্রহ-ও করছে। তাই, নিয়োগের স্বার্থে এবং স্কুল সার্ভিস কমিশনের আবেদন মেনে তা হস্তান্তর করে দিতে আর কোনো বাধা নেই! সিআরপিএফ-এরও আর প্রয়োজন নেই। প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মে প্রথম বার এসএসসি ‘দুর্নীতি’-কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে সিবিআই। তখনই এসএসসি ‘দুর্নীতি’ নিয়ে মামলাকারীদের মনে আশঙ্কা তৈরি হয় যে, এএসসি ভবনের ডেটা রুম থেকে তথ্য চুরি হতে পারে। সে কারণেই গত ১৮ মে রাতেই মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, নথি নষ্ট করা হতে পারে। তাই দফতরের ডেটা রুমকে এখনই ‘সিল’ করা উচিত। ওই রাতেই শুনানি শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, এসএসসি ভবন ঘিরে ফেলবে কেন্দ্রীয় বাহিনী। সেখানে ঢুকতে বা বেরোতে পারবেন না এসএসসি আধিকারিকরা। এরপর, আংশিক ভাবে ডেটা রুম ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে, শুক্রবার তা সম্পূর্ণ রূপে তুলে দেওয়া হল এসএসসি’র হাতে। সূত্রের খবর অনুযায়ী, প্রধান শিক্ষক নিয়োগ, আপার প্রাইমারি নিয়োগ, নতুন নিয়োগ নিয়ে পদক্ষেপ করতে পারে এসএসসি। তবে, চাকরিপ্রার্থীদের মতে, আদৌও এসএসসি কি করবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে!

বিজ্ঞাপন (Advertisement) :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

8 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

15 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago