Kharagpur

Kharagpur: ৪৮ ঘন্টার মধ্যে ফের জোড়া ছিনতাই, আতঙ্ক রেলশহর জুড়ে! দুই মহিলার গলা থেকে ছিঁড়ে নেওয়া হল সোনার হার, কুখ্যাত ‘গ্যাং’ কে পাকড়াও করতে ছুটছে পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ মে:২৬ এপ্রিল দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মোবাইল ছিনতাই ব্যস্ততম ইন্দা এলাকায়। ৭২ ঘন্টার মধ্যে স্কুটি সহ মেদিনীপুরের দুই দুষ্কৃতী গ্রেফতার। ২ মে সাত সকালে সুভাষপল্লীতে ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাই। বাইকে চেপে উধাও দুই দুষ্কৃতী। ওইদিন সন্ধ্যায় ফের মালঞ্চতে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই! অধরা বাইকে করে আসা দুই দুষ্কৃতী। মাত্র ৪৮ ঘন্টা’র মধ্যে বুধবার (৪ মে) সন্ধ্যায় ফের ‘রেল শহর’ খড়্গপুরে জোড়া ছিনতাই! মাত্র ৩৫ মিনিটের ব্যবধানে, ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে (দু-এক কিলোমিটারের মধ্যে) কুখ্যাত ‘বাইক গ্যাং’ পরপর দুই মহিলার দুটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালাল। দুটি ঘটনাই ঘটেছে খড়্গপুর টাউন থানার অধীনে, যথাক্রমে- ওল্ড সেটেলমেন্ট (১৮ নং ওয়ার্ড) এবং ধ্যান সিং ময়দান (২০ নং ওয়ার্ড) এলাকায়। আর, এই ঘটনাতেই রেল শহর জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য এবং প্রবল আতঙ্ক। বিশেষত, ফের একবার রেল‌শহর খড়্গপুরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন! ঘটনা নিয়ে চিন্তিত পুলিশও। যদিও, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। খড়্গপুর পুলিশ সূত্রে জানা গেছে, কুখ্যাত একটি ‘ছিনতাই চক্র’ বা ‘গ্যাং’ এই ছিনতাইগুলির সঙ্গে যুক্ত বলে অনুমান করা হচ্ছে। দ্রুত ‘পুরো গ্যাং’কে পাকড়াও করা সম্ভব হবে বলে, এক পুলিশ আধিকারিক আশা প্রকাশ করেছেন।

তুলসী দেবী :

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত্রি ৮ টা ২০ নাগাদ ওল্ড সেটেলমেন্ট এলাকার সাই মন্দিরের ঠিক পিছনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। টি. তুলসী দেবী নামে বছর ৪০ এর এক মহিলা গোল বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন নিজের স্কুটিতে করে। ওল্ড সেটেলমেন্ট এলাকায়, সাঁই বাবার মন্দিরের ঠিক পেছনে, নিজেদের রেল কোয়ার্টারে পৌঁছে, গেটের বাইরে নিজের স্কুটার (স্কুটি)-টি রেখে গেট খুলতে গেলেই পিছন থেকে এক যুবক (বাইকের পেছনে বসে থাকা) তাঁর তিন ভরী’র সোনার হার ছিনতাই করতে যায়। তখনই বাধা দেন তুলসী দেবী। বাধা পাওয়ার পরই, মহিলার মুখে এক ঘুষি মারেন ওই ছিনতাইবাজ। তখন ওই ছিনতাইবাজের কলার ধরে ফেলেন মহিলা। টানাটানিতে অবশ্য মহিলার পোশাক ছিঁড়ে যায় ষ। তা বাঁচাতে গিয়েই, বাইকের পেছনে বসে থাকা ওই দুষ্কৃতী তাঁর হার ছিনতাই করে পালিয়ে যায়। চেনের ছেঁড়া অংশটি মহিলার হাতেই রয়ে যায়! এরপর বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। জানা গেছে, ওই মহিলার স্বামী টি. হরিহর রাও একজন রেলর্মী এবং রেলের একটি সংগঠনের নেতা। রেলের আবাসনেই থাকতেন তাঁরা। এদিকে, ঘটনার পর তুলসী দেবী খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, টি. তুলসী দেবী’র গলার হার ছিনতাই হওয়ার ঠিক ৩৫ মিনিট আগে, ৭ টা ৪৫ নাগাদ শহরের ২০ নং ওয়ার্ডে পৌরপ্রধান প্রদীপ সরকারের কার্যালয়ের সামনে অর্থাৎ ধ্যান সিং ময়দানের কাছে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটো থেকে নেমে ওয়াই. কুমারী নামে এক মহিলা বাড়ির রাস্তায় যাচ্ছিলেন। একই স্টাইলে, পেছন থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা মহিলার আড়াই ভরীর মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অনুমান করা হচ্ছে, একই ‘বাইক গ্যাং’ এই কান্ড ঘটিয়েছে! খড়্গপুর টাউন থানা এবং মহকুমা পুলিশের একটি অংশ মনে করছে, মেদিনীপুরের দিক থেকে বা গ্রামীণ খড়্গপুরের দিক থেকে কুখ্যাত একটি বাইক গ্যাং বা ছিনতাই চক্র ফের দাপাদাপি শুরু করেছে। তবে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত তাদের পাকড়াও করা হবে বলে পুলিশ মনে করছে। যদিও, পরপর এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় খড়্গপুরবাসী যে প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন, তা বলাই বাহুল্য!

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

23 hours ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 day ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago