দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ জুন: বালেশ্বরের বাহানাগা’র পর, বাঁকুড়ার ওন্দা। মাত্র ২৩ দিনের মাথায় ফের ভয়াবহ দুর্ঘটনায় ছড়িয়েছে চঞ্চল্য। বাঁকুড়ার মালগাড়ি দুর্ঘটনায় প্রাণহানি না হলেও, এই ধরনের ঘটনা যে বেশ দুশ্চিন্তা ও আতঙ্কের; তা বলার অপেক্ষা রাখেনা। বাহানাগা’র ঘটনায় চলছে সিবিআই তদন্ত, অন্যদিকে বাঁকুড়ার মালগাড়ি দুর্ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে চারজন রেল কর্মীকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের তরফে। একইসঙ্গে, খড়্গপুর ডিভিশনে পরপর দুর্ঘটনা ঘটায়, নড়ে চড়ে বসেছেন ডিভিশন কর্তৃপক্ষ। আজ, ২৬ জুন থেকে আগামী ২ জুলাই অবধি টানা ৭ দিন খড়্গপুর ডিভিশনের ভদ্রক-খড়্গপুর লাইনে এবং হাওড়া-খড়্গপুর লাইনে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত (Safety and Maintenance Work) কাজ চালানো হবে ডিভিশনের তরফে। তাই, ১৪টি দূরপাল্লার ট্রেনের যাত্রা ৩০ মিনিট থেকে ৬০ মিনিট অর্থাৎ আধঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

thebengalpost.net
খড়্গপুর ডিভিশনে চলবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ :

সোমবার সকালেই দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভদ্রক-খড়গপুর লাইনের 08416, 12840, 18048 (সোম, বুধ, শুক্র, শনি), 18449 (সোমবার), 12892, 03102 (সোমবার) এবং 8022 ট্রেনগুলি ভদ্রক থেকে খড়্গপুর অবধি যেকোনো স্টেশনে এক ঘন্টা (৬০ মিনিট) পর্যন্ত নিয়ন্ত্রণ (থামানো হতে পারে) করা হতে পারে। অপরদিক, হাওড়া-খড়্গপুর লাইনের 12510 (সোম, মঙ্গল, বুধ), 12516 (বৃহস্পতিবার), 12514 (শুক্রবার), 12508 (শনিবার), 22502 (রবিবার), 22504 (সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনি) এবং 38801- এই ৭টি ট্রেন হাওড়া থেকে খড়্গপুরের মধ্যে যে কোন স্টেশনে সর্বাধিক ৩০ মিনিট (বা আধঘণ্টা) অবধি জন্য নিয়ন্ত্রণ করা হতে পারে রেলের নিরাপত্তা সংক্রান্ত কাজের জন্য। স্বাভাবিকভাবেই, এই সাত দিন (২৬ জুন – ২ জুলাই) এই সমস্ত ট্রেনের যাত্রীরা যাত্রাপথে বেশ কিছুক্ষণের জন্য দুর্ভোগে পড়তে পারেন। সেজন্য ইতিমধ্যেই রেলের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।