Kharagpur

Kharagpur: ‘জেলবন্দী’ হয়েও পৌরভোটের আগে শিরোনামে খড়্গপুরের রামবাবু! বাড়িতে গেলেন বিজেপির শরিকদলের মন্ত্রী আর তৃণমূল কাউন্সিলর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, খড়্গপুর, ১৩ ডিসেম্বর: দীর্ঘদিন বাদে ফের একবার শিরোনামে খড়্গপুরের (Kharagpur) একসময়ের ‘ডন’ বাসব রামবাবু! রবিবার তাঁর খড়্গপুর শহরের বাড়িতে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করে এলেন অন্ধ্রপ্রদেশের দুগ্ধ, মৎস্য ও পশুপালন দপ্তরের মন্ত্রী এস. আপ্পালা রাজু। যদিও, শ্রীনু নাইডু হত্যা মামলায় বাসব রামবাবু এখনও জেলবন্দী। তবে, বাড়িতে তাঁর স্ত্রী ও আত্মীয়-পরিজনেরা ছিলেন। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে যদিও কোনো পক্ষই মুখ খুলতে চাননি! সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ বলে এড়িয়ে গিয়েছেন মন্ত্রীও। তবে, পৌরসভা নির্বাচনের মুখেই এই ধরনের ঘটনা নিয়ে জল্পনা ছড়িয়েছে! এদিকে, এই মুহূর্তে বিজেপি’র শরিক দল ওয়াই. এস. আর কংগ্রেসের মন্ত্রী আপ্পালা রাজু’র রামবাবু’র বাড়িতে যাওয়া নিয়ে যেমন জল্পনা ছড়িয়েছে, তেমনই বিতর্ক তৈরি হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলর তথা ১৫ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর অঞ্জনা সাঁকরের সেখানে উপস্থিতি এবং মন্ত্রীর সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে! এনিয়ে অঞ্জনা’র কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জহর পাল জানিয়েছেন, “অঞ্জনার কাছে এ নিয়ে জানতে চাইব, তিনি সেখানে গিয়েছিলেন কেন!”

রামবাবুর বাড়িতে সস্ত্রীক মন্ত্রী আপ্পালা রাজু, আছেন অঞ্জনা সাঁকরেও :

রেলশহরে বিভিন্ন কর্মসূচিতে মন্ত্রী আপ্পালা রাজু এবং খড়্গপুরের পৌর প্রশাসক প্রদীপ সরকার :

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আপ্পালা রাজু অন্ধ্রপ্রদেশের যে পালাসা বিধানসভা থেকে জয়ী হয়েছেন, রামবাবু’র স্ত্রী সেই বিধানসভা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁদের মধ্যে পূর্ব-পরিচিতির সূত্রেই রাজু রামবাবু’র বাড়িতে অনুষ্ঠিত একটি পূজার্চনা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রামবাবু’র ঘনিষ্ঠরাও পরোক্ষে তা স্বীকার করেছেন। অন্যদিকে, ওই পরিবারের সঙ্গে অঞ্জনা সাঁকরেরও পূর্ব ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে! বস্তুত অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৫ সালে নাকি তৃণমূলের পতাকা হাতে দেখা গিয়েছিল রামবাবু’কে! এমনকি, অঞ্জনা’র জয়েও ‘বিশেষ অবদান’ ছিল বাসব রামবাবুর। অঞ্জনা নিজেও বারবার তা স্বীকার করেছেন। সবমিলিয়ে, আসন্ন পৌরসভা নির্বাচনের আগে রেলশহরের একসময়ের ‘ত্রাস’ বাসব রামবাবু ফের একবার রাজনৈতিক জল্পনার কেন্দ্রবিন্দুতে! যদিও, এই বিষয়টিকে তৃণমূল বা বিজেপি কোনো পক্ষই পর্দার সামনে ‘গুরুত্ব’ দিতে নারাজ। তবে, তেলেগু ভোট-কে কেন্দ্র করে রেলমাফিয়া রামবাবু’কে পৌরভোটের আগেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অভিমত রাজনৈতিক সমালোচকদের। বিধানসভা নির্বাচনে যে তেলেগু ভোটের অধিকাংশই গিয়েছিল বিজেপির পকেটে! এনিয়ে বিজেপির মেদিনীপুর জেলা সহ-সভাপতি অরূপ দাস মন্তব্য করেছেন, “অন্ধ্রপ্রদেশের পশুপালন মন্ত্রী আপ্পালা রাজু বিভিন্ন কর্মসূচিতে খড়্গপুরে এসছেন‌ বলে শুনেছি। কোথায় গিয়েছেন, কি করেছেন এখনও খোঁজ নিইনি। কারণ, উনি বিজেপি’র মন্ত্রী নন, বিজেপির একটি শরিক দলের মন্ত্রী। ওনার ব্যক্তিগত কর্মসূচি বা সৌজন্য সাক্ষাৎ বিষয়ে আমাদের কিছু বলার নেই। আর এনিয়ে বিজেপি যোগ খুঁজতে যাওয়াও অবান্তর। বরং একসময় রামবাবু, শ্রীনু নাইডু-দের সঙ্গে তৃণমূল যোগ পাওয়া গিয়েছিল।” এদিকে, খড়্গপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পৌরসভার বর্তমান প্রশাসক প্রদীপ সরকার জানিয়েছেন, “কয়েকটি অনুষ্ঠানে উনি আমন্ত্রিত ছিলেন। সেখানে আয়োজকদের আমন্ত্রণে আমিও গিয়েছিলাম। খড়্গপুর শহরের পৌর প্রশাসক হিসেবে ভিন রাজ্যের মন্ত্রীর সঙ্গে আমারও সৌজন্য বিনিময় এবং সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি বললেন, এখানকার তেলেগু বাসিন্দাদের মুখে আমার অনেক প্রশংসা শুনেছেন। এমনকি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন গুনগ্রাহী বলে উনি জানিয়েছেন।” তবে, নেতারা এই বিষয়টিকে গুরুত্ব দিতে না চাইলেও, সাধারণ খড়্গপুরবাসী পৌরভোটের আগে ফের একবার রেলশহরে মাফিয়া-যোগের আতঙ্কে আতঙ্কিত!

সস্ত্রীক মন্ত্রী’র সঙ্গে অঞ্জনা সাঁকরে :

প্রদীপ সরকারের সঙ্গে মন্ত্রী আপ্পালা রাজু :

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

12 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

14 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago