দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ! তৃতীয় ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্র ও রাজ্যের তরফে। গত চব্বিশ ঘণ্টায় দেশে, রাজ্যে ও জেলাতে আশঙ্কাজনক হারে বেড়েছে সংক্রমণ! সচেতন করে দেওয়া হয়েছে জেলা ও মহকুমা পুলিশ-প্রশাসনকেও। কিন্তু, তাতে কার কি এসে যায়! বর্ষবরণের অনুষ্ঠান বলে কথা। শুক্রবার রাতে এরকমই একাধিক ‘বিধি ভাঙা’ বর্ষবরণের অনুষ্ঠানে হানা দিলেন খড়্গপুর খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার এবং খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন একযোগে তাঁরা হানা দিলেন খড়্গপুর শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ গুলিতে। ঠিক সেই সময়ই ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্যে মেতে উঠেছিলেন মাস্ক না পরা যুবক-যুবতীরা! হঠাতই বিনা মেঘে বজ্রপাতের মতো পুলিশ আর প্রশাসনের আধিকারিকদের প্রবেশ! সঙ্গে আবার কোত্থেকে খবর পেয়ে জুটে গিয়েছিল সাংবাদিকরাও। ক্যামেরায় ধরা পড়ল, যুবক-যুবতীদের ‘রণে ভঙ্গ দিয়ে’ এদিক-ওদিক ছুটে পালানো! তবে, অনুষ্ঠান বন্ধের নির্দেশ আর কড়া হুঁশিয়ারি দিয়েই আপাতত ছেড়ে দেওয়া হয়েছে হোটেল মালিক সহ অনুষ্ঠান উদযাপন করতে আসা যুবক যুবতীদের।

thebengalpost.net
ডিজে বাজিয়ে উদ্যাম নৃত্য :

প্রসঙ্গত, বর্ষবরণের অনুষ্ঠান কাটছাঁট করার বার্তা আগেই দেওয়া হয়েছিল, বলা হয়েছিল কোভিড বিধি মেনে অনুষ্ঠান পালন করার কথা। তা আদৌ মানা হয়েছে কিনা দেখতেই, হোটেলগুলোতে গভীর রাতে অভিযান চালানো হল মহকুমা প্রশাসনের এই উচ্চ পর্যায়ের দলের পক্ষ থেকে। দেখা যায়, কোনোরকম সতর্কতা অবলম্বন না করেই হোটেলগুলিতে অনুষ্ঠান চলছে, মাস্ক নেই বেশিরভাগের মুখে, এমনকি বিনা অনুমতিতে বাজানো হচ্ছে ডি.জে। তাই, কড়া পদক্ষেপ গ্রহণ করল এই মহকুমাশাসকের নেতৃত্বাধীন এই দল। বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান। কোভিড বিধি না মেনে অনুষ্ঠান চালানোর জন্য দেওয়া হল কড়া হুঁশিয়ারি। উল্লেখ্য যে, বেশিরভাগ হোটেলে ডিজে বাজানোর এবং নাচ-গানের কোনো অনুমতি না নিয়েই চলছিল বর্ষবরণের অনুষ্ঠান। গোপন‌ সূত্রে খবর পেয়েই খড়্গপুরের SDO-SDPO’রা হোটেলগুলোতে অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার বর্ষবিদায় আর বর্ষবরণের রাতে এভাবেই সক্রিয় থাকতে দেখা যায় খড়্গপুরের মহকুমাশাসক আজমল হোসেন, মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, খড়্গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখদের।

thebengalpost.net
পুলিশ দেখেই দে ছুট :