দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জানুয়ারি: ২৪-তম খড়্গপুর বইমেলার (Kharagpur Boimela 2024) উদ্বোধন হল শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায়। খড়্গপুর শহরের গিরি ময়দান স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি কমিউনিটি হলে এই বইমেলা (খড়্গপুর বইমেলা ২০২৪) চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এদিন সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করেন সাহিত্যিক অমর মিত্র, জয়ন্ত দে প্রমুখ। এছাড়াও, উদ্যোক্তাদের আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, নামকরা বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল ছাড়াও বইমেলার অন্যতম আকর্ষণ হল- প্রতিদিন সন্ধ্যার পর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলি হবে গৌতম চৌবে স্মৃতি মঞ্চে।
উল্লেখ্য যে, খড়্গপুর বইমেলার রজত জয়ন্তী সূচনা বর্ষের এই বইমেলার ট্যাগ লাইন বা শীর্ষ উচ্চারণ হল- “ঘৃণায় নয় ভালোবাসায় বইমেলা মিলনমেলা।” খড়্গপুর বইমেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী (মুনমুন) বলেন, “বর্তমান সময়ে সমাজে অসহিষ্ণুতার একটা বাতাবরণ তৈরীর চেষ্টা চলছে। আর সেই অসহিষ্ণুতার বিরুদ্ধেই এবারের বইমেলায় আমরা ট্যাগলাইন হিসেবে রেখেছি- ঘৃণায় নয় ভালোবাসায় বইমেলা মিলনমেলা। আমরা সহিষ্ণুতা ও সম্প্রীতির একটা বাড়তা দিতে চেয়েছি রজত জয়ন্তী সূচনা বর্ষের এই বইমেলাতে।” তিনি এও মনে করিয়ে দেন, “অনেক লড়াইয়ের মধ্য দিয়ে খড়্গপুর বইমেলার সূচনা (২০০০ সালে) করেছিলেন আমাদের গৌতম দা (গৌতম চৌবে)। কাজেই খড়্গপুর বইমেলার একটা ইতিহাস ও ঐতিহ্য আছে। এবারের বইমেলার উদ্বোধন করলেন সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমর মিত্র ও গল্পকার জয়ন্ত দে। আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের একজন ব্যস্ততম মন্ত্রী শশী পাঁজা।” এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে, প্রয়াত সিপিআই সাংসদ নারায়ণ চৌবের দুই ছেলে মানস চৌবে ও গৌতম চৌবে যথাক্রমে ১৯৯৯ ও ২০০১ সালে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন। ব্যবসায়ী (রেলের ঠিকাদার) ও সমাজকর্মী পরিচয়ের বাইরেও গৌতম সেই সময় তৃণমূল যুব কংগ্রেসের একজন ডাকাবুকো নেতা হিসেবে যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন। সেই গৌতম চৌবের হাত ধরেই ২০০০ সালে খড়্গপুর বইমেলার সূচনা হয়েছিল বলে জানান বর্তমান কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী (মুনমুন)। মাঝখান কোভিডের কারণে এক বছর বইমেলা বন্ধ ছিল। এবার ২৪-তম বর্ষে তথা রজত জয়ন্তী সূচনা বর্ষে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী এই বইমেলা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…