দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা জুড়ে রয়েছে এই ডিভিশনের রেলপথ। দক্ষিণ-পূর্ব রেলের সেই ডিভিশনের ‘সদর’ তথা ‘প্রাণকেন্দ্র’ খড়্গপুরের মতো গুরুত্বপূর্ন স্টেশনও পশ্চিমবঙ্গের অধীনে। অথচ সেই ডিভিশনেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনায় বঞ্চিত হল খড়্গপুর সহ পশ্চিমবঙ্গ। ওড়িশার রেল দুর্ঘটনার পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রেলবোর্ডে গুরুত্ব পেল ওড়িশা! আগামীকাল অর্থাৎ ৬ অগস্ট খড়্গপুর ডিভিশনের তিনটি স্টেশনে অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল মাধ্যমে ওই প্রকল্পের কাজের সূচনার তালিকায় থাকা তিনটি স্টেশনের মধ্যে দু’টিই রয়েছে ওড়িশায়। জলেশ্বর ও বারিপদা নামে ওড়িশার ওই দুই স্টেশন ছাড়াও তালিকায় রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা স্টেশনের নাম।

thebengalpost.net
অমৃত ভারত স্টেশন:

শুক্রবার খড়্গপুর ডিভিশনে সাংবাদিক বৈঠক ডেকে সে কথাই ঘোষণা করেন ডিআরএম (DRM) কে.আর চৌধুরী। চলতি বছর বাজেটে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের ১৭টি স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পে সাজিয়ে তোলার কথা ঘোষণা হয়। ওই ১৭টি স্টেশনের মধ্যে ১৩টিই পশ্চিমবঙ্গের বলে জানা গিয়েছে। অথচ, সূচনায় নেই একটিও। এই প্রকল্পের সূচনায় খড়্গপুর ডিভিশনের তিনটি স্টেশনের নাম থাকলেও, স্থান পেলনা পশ্চিমবঙ্গের কোনও স্টেশন। কী কারণ? এ দিন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ডিআরএম কে আর চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে অন্য রাজ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে এমনটা নয়। এই অমৃত ভারত প্রকল্পে আমাদের ডিভিশনের ১৭টি স্টেশনের মধ্যে ১৩টি স্টেশন পশ্চিমবঙ্গেই রয়েছে। তবে পূর্ব রেলের আসানসোল, শিয়ালদহর মতো পাঁচটি ডিভিশনে এই প্রকল্পে যে কাজ হবে তাতে পশ্চিমবঙ্গই গুরুত্ব পাবে। সেক্ষেত্রে রেলবোর্ড মনে করেছে আমাদের ডিভিশনে ওই ওড়িশা দিয়ে প্রকল্পের সূচনা হোক। এটা তো রেলবোর্ড বাছাই করেছে।”