দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে ডাউন সমলেশ্বরী এক্সপ্রেসে (18006) অভিযান চালিয়ে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরই! প্যাকেটের পর প্যাকেট ভর্তি গাঁজা! আর তা আগলে রেখেছে ১ মহিলা সহ ৪ আন্তরাজ্য পাচারকারী। প্রায় ১০০-র কাছাকাছি প্যাকেট থেকে উদ্ধার হয় মোট ৬২ কেজি ৯৬৫ গ্রাম (প্রায় ৬৩ কেজি) নিষিদ্ধ এই মাদক। মহিলা সহ ৪ পাচারকারীকেই গ্রেফতার করে খড়্গপুর জিআরপি (Kharagpur GRP)। শনিবার দুপুরে ঠিক এমনই ঘটনা ঘটলো খড়্গপুর ডিভিশনের খড়্গপুর জংশনে (Kharagpur JN)। শনিবার দুপুরে ধৃত চারজনকেই খড়্গপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে রেল পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে ওড়িশার জগদলপুর থেকে ছেড়ে আসা হাওড়াগামী সমলেশ্বরী এক্সপ্রেস খড়্গপুর স্টেশনে দাঁড়ানো মাত্রই খড়্গপুর জিআরপি-র তরফে অভিযান চালানো হয়। সেই অভিযানেই প্রায় ৬৩ কেজি গাঁজা উদ্ধার করে রেল পুলিশ। গ্রেফতার করা হয়- সোনামণি লামা, বাদশা শেখ, শচীন মণ্ডল এবং কাজী মমতাজকে। ধৃত চারজনই পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। তারা অন্তরাজ্য গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের ধারণা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে গিয়ে হাওড়া বা কলকাতার কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল বলেও রেল পুলিশের অনুমান। চারজনকেই নিজেদের হেফাজতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ।