দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: কেউ যাবে ইরাক। কেউ তুরস্ক। কেউ আবার যাবে কানাডা। তাঁরা সকলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। বিহার, ঝাড়খণ্ড কিংবা হাওড়া থেকে রওনা দিয়ে পৌঁছে গিয়েছিলেন দিল্লি এয়ারপোর্টেও। কিন্তু, এয়ারপোর্টে ঢোকার পরই টিকিট দেখে সুরক্ষা কর্মীরা জানিয়ে দেন ‘ভুয়ো টিকিট’ বলে! মাথায় হাত পড়ে বিট্টু, সাজ্জাদ, সাকির-দের! দিল্লি এয়ারপোর্ট থেকে তাঁরা সোজা ফিরে আসেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে। ফিরে এসে রীতিমত ভিরমি খাওয়ার জোগাড় হয় সাজ্জাদদের! দেখেন তাঁদেরকে বিদেশে পাঠানোর নাম করে প্লেনের টিকিট হাতে তুলে দেওয়া ‘Bright Future Consultancy’-র অফিসে তালা ঝোলানো! তাও আবার একটা, দুটো নয়; পরপর তিনটে তালা ঝোলানো হয়েছে ব্রাইট ফিউচার কনসালটেন্সি নামে খড়্গপুরের ইন্দার ওই অফিসে! বিহারের গোপালগঞ্জ জেলার মোহাম্মদ সাজ্জাদ আনসারী, সাকির আনসারী কিংবা ঝারখান্ড গয়ার বিট্টু কুমারদের আর বুঝতে অসুবিধা হয়নি যে, তাঁরা সকলেই প্রতারণার শিকার হয়েছেন!

thebengalpost.net
বন্ধ অফিস:

প্রসঙ্গত, বিভিন্ন দেশে, বিভিন্ন কাজের জন্য ছেলে নেওয়া হবে বলে ফেসবুকে Linking App নামে একটি অ্যাপের বিজ্ঞাপন দেখে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এসে খড়্গপুর শহরের ইন্দা স্থিত অটওয়াল বিল্ডিংয়ে Bright Future Consultancy অফিসে এপ্লিকেশন জমা করেছিল। তার জন্য দিতে হয়েছিল একেক জনকে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা করে! কিন্তু, তাঁরা বিন্দুমাত্র টের পাননি যে এই সংস্থাটি ভুয়ো। সোমবার ব্রাইট ফিউচার কনসালটেন্সি নামে ওই সংস্থার বিরুদ্ধে নানা অভিযোগ আনেন প্রতারিতরা। তাঁদের অভিযোগ, “চাকরি দেওয়ার নাম করে নানাভাবে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে ওই সংস্থা। ফ্লাইটের টিকিটও দিয়েছিল। কিন্তু, দিল্লি এয়ারপোর্টে গিয়ে জানতে পারি সেই টিকিট ভুয়ো। পরে ওদের খড়্গপুরের অফিসে এসে দেখি অফিস বন্ধ! তখনই বুঝতে পারলাম আমরা প্রতারিত হয়েছি।”

thebengalpost.net
প্রতারিতরা:

অভিযোগ, কেউ ১০, কেউ ১২ শতাংশ সুদে টাকা তুলে ১ লক্ষ ৬০ হাজার টাকা করে দিয়েছিলেন। কিছু ক্যাশ, কিছু ফোন পে, গুগল পে বা অ্যাকাউন্টে দিয়েছিলেন! উপায় না দেখে শেষ পর্যন্ত সোমবার খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিতদের মধ্যে কয়েকজন। এমনকি, মাঝেমধ্যেই সেই অফিসে এসে এসে ঘুরে যাচ্ছেন প্রতারিতরা! কিন্তু, যখনই আসেন, দেখতে পান অফিসে তালা ঝুলছে! অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

thebengalpost.net
থানার দ্বারস্থ: