দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৬ ডিসেম্বর: বড়দিন আর নতুন বছরের লম্বা ছুটি পড়ার আগে পড়ুয়াদের নিয়ে অভিনব ভাবনায় আয়োজিত হল- ‘চিলড্রেন মেলা’ (Children Mela 2022)। সঙ্গে ক্রিসমাস উৎসব ও বিজ্ঞান প্রদর্শনী (সায়েন্স ফেয়ার)। রেল শহর খড়্গপুরের সুপ্রাচীন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান ‘অল সেন্টস চার্চ স্কুল’ (All Saints Church School) এ গত সপ্তাহেই মহা সাড়ম্বরে আয়োজিত হয়ে গেল, এই চিলড্রেন মেলা, ক্রিসমাস উৎসব ও বিজ্ঞান প্রদর্শনী (সায়েন্স ফেয়ার)। ছুটি পড়ার আগে, শীতকালীন উৎসবের আবহে একসুরে আনন্দে মেতে উঠলেন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা।
অভিনব এই ‘চিলড্রেন মেলা’য় কচিকাঁচাদের আনন্দ দিতে শিক্ষক-শিক্ষিকারা’ই বিভিন্ন খাওয়া-দাওয়ারের স্টলে বিক্রেতার (দোকানির) ভূমিকায় অংশগ্রহণ করলেন। ফুচকা, বিরিয়ানি থেকে চপ, ঘুগনি, আলুর দম, পাকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, চা-কফি’ প্রভৃতি স্টল থেকে নানা জিনিসপত্র কিনে খেল পড়ুয়ারা। গত সপ্তাহের শেষে, শীতের এক সন্ধ্যায় অল সেন্টস চার্চ স্কুলে আয়োজিত ঐতিহ্যবাহী এই ‘চিলড্রেন মেলা’ ঘিরে এলাকাবাসীদেরও উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত (ICSE বোর্ড) এই স্কুলের পড়ুয়াদের সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকরাও যোগ দেন মেলায়। দেদার খাওয়ার-দাওয়ার বিক্রি হল শিক্ষক-শিক্ষিকাদের স্টলে। হাসি মুখে স্বীকার করলেন শিক্ষিক-শিক্ষিকারাই! তাঁরা বললেন, “শীতের এই মরশুমে, বড়দিন আর নতুন বছরের লম্বা ছুটি পড়ার আগে, পড়ুয়াদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই আয়োজন করা হয় প্রতিবছর। সবাই খুব আনন্দ করি একসাথে।” অবশ্য, সন্ধ্যার ‘চিলড্রেন মেলা’র আগে দুপুরে স্কুলে আয়োজিত ‘বিজ্ঞান প্রর্দশনী’তেও অংশগ্রহণ করে পড়ুয়ারা। বিজ্ঞানের আধুনিক ধ্যান-ধারণা ও উদ্ভাবনী ক্ষমতা’র নজির মেলে ধরে ছাত্র-ছাত্রীরা। তারপর ক্রিসমাস উৎসব বা সেলিব্রশন। সবশেষে, সন্ধ্যায় ‘চিলড্রেন মেলা’। স্কুলের অধ্যক্ষা (Principal) সুস্মিতা ভৌমিক জানান, “আমাদের স্কুলে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতকালীন ছুটি (উইন্টার ভেকেশন) দেওয়া হয়। তার আগে বড়দিন-কে উপলক্ষ্য করে, এই উৎসবের আবহে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা যাতে একসঙ্গে একটা দিন আনন্দে মেতে উঠতে পারে, সেজন্যই এই আয়োজন করা হয়। প্রথা মেনে এবারও আয়োজিত হল চিলড্রেন মেলা, ক্রিসমাস উৎসব ও বিজ্ঞান প্রদর্শনী।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…