দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: “পাঁচ বছরে দিলীপ ঘোষ-কে শুধু ইকো পার্কে (রাজারহাট নিউটাউনের?) মর্নিং ওয়াক করতে দেখা গেছে।” শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে (গোলবাজার ভান্ডারী চকে) মহামিছিল ও প্রতিবাদ সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP সাংসদ দিলীপ ঘোষ-কে ঠিক এভাবেই কটাক্ষ করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। চব্বিশের নির্বাচনে মেদিনীপুর লোকসভা আসনের ফলাফল প্রসঙ্গে সায়নী এও বলেন, “খড়্গপুরের মানুষ বিচার করবেন, পাঁচ বছরে ওনার কাজ থেকে কি পেয়েছেন, আর মমতা ব্যানার্জির কাছ থেকে কি পেয়েছেন!” বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু’র “মাটি খুঁড়ে টাকা বের করব” মন্তব্য প্রসঙ্গে সায়নী বলেন, “উনি কি নিজের টাকার কথা বলছেন? ওনারও তো মাটির নীচে অনেক কিছু আছে!”

thebengalpost.net
মিছিল শুরুর আগে সায়নী :

খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ-কে নিয়ে প্রশ্ন করা হলে সায়নী বলেন, “হিরণ-কে নিয়ে বলার মতো কিছু নেই। ওকে নিয়ে বললে, বেশি গুরুত্ব পেয়ে যাবে।” তারপরই অবশ্য কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, “ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না, আর অন্য মানুষকে ছোট করেও বড় হওয়া যায় না! মানুষের পাশে থাকুন, মানুষের জন্য কাজ করুন। মানুষের চাহিদা অত্যন্ত কম, সেটুকুও যদি পূরণ করতে না পারেন, আপনাদের লজ্জা হওয়া উচিৎ!” অন্যদিকে, ঘাটাল লোকসভা আসনে এবার বিজেপি থেকে হিরণের প্রার্থী হওয়ার ‘সম্ভাবনা’ নিয়ে প্রশ্ন করা হলে, মুচকি হেসে সায়নী স্লোগান তোলেন, “ধান্দাবাজ হিরণ-কে একটাও ভোট না!”