Kharagpur

Hiran Chatterjee: “নিজের সরকারই ধোঁকা দিয়েছে পূজাকে!” শালবনীতে ভোট প্রচারে গিয়ে ‘রামবাবু’ ইস্যুতে বললেন হিরণ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: “পূজা নাইডুর স্বামীকে খুন করার অপরাধেই রামবাবুরা জেলে গিয়েছিল। এখন সেই পূজা নাইডু তো সরকারের কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তারপরও রামবাবুরা কিভাবে জেল থেকে ছাড়া পেল, পূজা নাইডু প্রশ্ন করুক তাঁর সরকারের লোককে। আমি একটা ইন্টারভিউতে দেখলাম পূজা নাইডু কান্নাকাটি করছেন। বলছেন, আমাকে সরকার ধোঁকা দিল। এখন সরকারের লোককেই যদি সরকার ধোঁকা দেয়, তাহলে ভাবুন কি হতে চলেছে!” শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের সাতপাটিতে দলীয় প্রার্থীদের প্রচারে গিয়ে ঠিক এভাবেই তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন খড়্গপুর সদরের বিধায়ক তথা অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ।

সাতপাটিতে ভোট প্রচারে হিরণ:

প্রসঙ্গত উল্লেখ্য, ‘রেল মাফিয়া’ তথা তৎকালীন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী শ্রীনু নাইডু খুনের প্রধান আসামী ‘গ্যাংস্টার’ বাসব রামবাবু সহ ১৩ জনকে চলতি সপ্তাহের মঙ্গলবার (২৭ জুন) বেকসুর খালাস করেছে মেদিনীপুর আদালত। আর, তারপরই শ্রীনুর স্ত্রী তথা খড়্গপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর (১৮ নং ওয়ার্ড) পূজা নাইডু ক্ষোভে-হতাশায় ফেটে পড়েছেন। তিনি উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন। একই সঙ্গে ‘সুবিচার’ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হবেন বলেও জানান পূজা। আর, সে প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় এদিন তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা জানান, “এটা পুরোপুরি আইন-আদালত বা বিচার ব্যবস্থা সংক্রান্ত বিষয়। এর সঙ্গে, দলের কোথাও কোনো সম্পর্ক নেই। আর, যে সরকারের কথা বলছেন হিরণ, সেখানেই তো উনি ঢোকার জন্য লাইন দিয়ে বসেছিলেন! সেই ছবি তো সমাজ মাধ্যমে গোটা বাংলা দেখেছে।”

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

7 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago