দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ সেপ্টেম্বর: খড়্গপুর স্টেশন ও খড়্গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে তিন দুষ্কৃতীকে পাকড়াও করে ৬৩টি মোবাইল উদ্ধার করল খড়গপুর GRP থানা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা নাগাদ ধৃত তিন দুষ্কৃতী বা ছিনতাইবাজের কাছ থেকে মোবাইলগুলি উদ্ধার করে রেল পুলিশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল নাগাদ খড়্গপুর স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবককে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। এরপরই তাঁরা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেন। তাঁর কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার হয়। ওই যুবকের নাম শেখ শাহরুখ। বাড়ি খড়গপুর শহরের পাঁচবেড়িয়া এলাকায়। রেল পুলিশ জানতে পারে ওই যুবক মোবাইল ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত।

thebengalpost.net
ধৃত তিন দুষ্কৃতী :

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

এরপর, শেখ শাহরুখকে চেপে ধরতেই আরও দুই যুবকের নাম বের হয়! স্টেশনের ঠিক পাশেই খড়গপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে আরো দুই যুবককে পাকড়াও করা হয় জিআরপি’র তরফে। তাদের একজনের নাম শেখ আনসার। আনসারের বাড়ি খড়গপুর শহরের গান্ধীনগরে। অপরজনের নাম রাম মান্ডি। রাম পাঁচবেড়িয়ার বাসিন্দা বলে জানা যায়। তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালাতেই আরও ৬১ টি মোবাইল উদ্ধার হয়। এরপরই তিন জনকে গ্রেফতার করে খড়গপুর জিআরপি থানা। আজ, শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে।

thebengalpost.net
উদ্ধার হওয়া মোবাইল: