Kharagpur

Kharagpur: বন্ধু ধোনির খেলায় ধারাভাষ্য দিলেন খড়্গপুর ডিভিশনের হেড টিটি সত্যপ্রকাশ! সিনিয়র DCM লিখলেন, “ভালোবাসি ক্যাপ্টেন”

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ এপ্রিল: ক্রিকেটের ‘নন্দন কানন’ হিসেবে খ্যাত কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens) রবিবার (২৩ এপ্রিল) IPL এর রবিবাসরীয় ম্যাচে টসের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি নিজের পুরানো দিনের স্মৃতি উজাড় করে বলেছিলেন, একটা সময় খড়গপুর ডিভিশনের অধীনে টিকিট পরীক্ষকের কাজ করতেন এবং সব ভালোবাসা সেখান থেকেই এসেছে! ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র সেই স্মৃতিচারণের কথা টিভিতে ফুটে উঠতেই উচ্ছ্বসিত আপামর খড়গপুরবাসী থেকে শুরু করে রেলের আধিকারিকেরা। সোশ্যাল মিডিয়ায় খড়গপুর রেলের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেই সময়ের ভিডিও’র অংশটি। যেখানে ধোনিকে বলতে শোনা গিয়েছে, “এখান থেকে মাত্র ২ ঘন্টা দূরে খড়্গপুর। টিকিট পরীক্ষক হিসেবে সেখানে চাকরি করার সুবাদে সেখানে জীবনের অনেক সময় কাটিয়েছি। প্রচুর ক্রিকেট এবং ফুটবলও খেলেছি। তাই, আমি মনে করি ভালবাসা সেখান থেকেই আসে”। নাইট রাইডার্স ম্যাচে টসের পরে রবি শাস্ত্রী-র সঙ্গে কথা বলতে গিয়ে ধোনি তাঁর ‘পুরানো সেই দিনের কথা’ স্মরণ করেন। আর, সেই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম (Sr. DCM) রাজেশ কুমার।

IPL এর ম্যাচে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন সত্যপ্রকাশ (বাম দিকে):

খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ধোনির সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, “….. খড়্গপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকিং স্টাফ হিসাবে টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দল, দ্য ম্যান, দ্য লিজেন্ডের সাথে ট্রফি সংগ্রহ করা পর্যন্ত একটি অসাধারণ এবং অনুপ্রেরণামূলক যাত্রা ছিল। আপনি খড়গপুর থেকে এমএসডি (MSD/ Mahendra Singh Dhoni) নিতে পারেন, কিন্তু খড়গপুরের হৃদয় থেকে এমএসডি (MSD)-কে বের করতে পারবেন না! এম.এস ধোনি যাদুঘর এবং সেরসা স্টেডিয়ামের এম.এস ধোনি প্যাভিলিয়ন কেবল নস্টালজিয়ার অংশ নয়, আমাদের আবেগের অংশ। আমরা তোমাকে ভালোবাসি ক্যাপ্টেন!”

অন্যদিকে, ধোনির একসময়ের খড়গপুরের সহকর্মী ও বন্ধু সত্যপ্রকাশ মিশ্রর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে মুম্বাই থেকে তিনি বলেন, “ঝাড়খণ্ড থেকে খড়্গপুর নিয়ে আসা। তারপর, একসাথে একই কোয়ার্টার থাকা, খেলা ধুলা সব করেছি। সেই সময়ের দিনগুলো খুব মনে পড়ে।” উল্লেখ্য যে, ধোনিকে নিয়ে বানানো সিনেমাতেও (M.S Dhoni : The Untold Story) তাঁর (সত্যপ্রকাশের) চরিত্র ছিল। আইপিএল (IPL)- এর শুরু থেকে মুম্বাইয়ে রয়েছেন খড়গপুর ডিভিশনের হেড টি.টি সত্যপ্রকাশ। তিনি জানান, মুম্বাইয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। একমাস ধরে ভোজপুরি ভাষায় আইপিএল-এর ধারাভাষ্য দিচ্ছেন। যখন কলকাতায় খেললেন বন্ধু ধোনি, সেই খেলারও ধারাভাষ্য দিলেন সত্যপ্রকাশ।

বন্ধু ধোনির সঙ্গে সত্যপ্রকাশ :

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

11 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

16 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

4 days ago