দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: লক্ষ্য ‘আত্মনির্ভর ভারত’। তাই, দেশের প্রতিরক্ষা শিল্পেও দেশীয় বিনিয়োগ এবং উৎপাদনেই ভরসা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে, বিদেশ থেকে অস্ত্র আমদানীর না করে, ভারত প্রতিরক্ষা বাজেটের ৬৫ শতাংশ ব্যয় করছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ক্রয় করেই। এবার সেই প্রতিরক্ষা শিল্পের প্রসারে অংশগ্রহণ করুক দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি (MSME) শিল্প সংস্থাগুলিও, একযোগে চাইছে কেন্দ্র ও রাজ্য সরকার। বুধবার এই বিষয়েই পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল, ভারত চেম্বার অব কমার্সের উদ্যোগে। উৎসাহিত করা হল MSME উদ্যোক্তাদের। উপস্থিত ছিলেন, রাজ্যের ক্ষুদ্র, বস্ত্র ও কুটির শিল্প উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।

thebengalpost.net
প্রতিরক্ষা শিল্পে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিতে খড়্গপুরে আলোচনাসভা :

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখুক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা, চাইছে কেন্দ্র ও রাজ্য সরকার। ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির সঙ্গে সাযুজ্য রেখে প্রতিরক্ষা সামগ্রী নির্মাণে ‘মেক ইন ইন্ডিয়া’ ভাবনাকে গুরুত্ব দিতেই দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে দেশের প্রতিরক্ষা শিল্প বিকাশে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই, তাঁদের উৎসাহিত করতেই বুধবার ভারত চেম্বার অব কমার্সের তরফে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দেশের প্রতিরক্ষা শিল্পে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়। প্রতিবছর ৩৫ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করা হয়। তাতে এবার অংশগ্রহণ করে লাভবান হোক MSME উদ্যোক্তারাও। এর ফলে, মোদী সরকারের ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানও বাস্তবায়িত হবে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পও লাভের মুখ দেখবে! রাজ্যের ক্ষুদ্র, বস্ত্র ও কুটির শিল্প উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত জানান, “কেন্দ্র সরকার অনেক দেরিতে হলেও, প্রতিরক্ষা শিল্পে দেশীয় বিনিয়োগে গুরুত্ব দিয়েছে। এবার, MSME Sector এর উদ্যোগীরা যাতে আরো কাজ পায়, সেই বিষয়ে কেন্দ্র ও রাজ্য দুই সরকারই একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”

thebengalpost.net
প্রতিরক্ষা শিল্পে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে গুরুত্ব দিতে খড়্গপুরে আলোচনাসভা :