Kharagpur

“করোনা যোদ্ধা” প্রয়াত চিকিৎসকের ‘দখল’ হয়ে যাওয়া চেম্বার উদ্ধার করা হলো পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: কোভিড অতিমারীর সময়ে এলাকার ভগবান হয়ে উঠেছিলেন তিনি! শেষমেশ নিজেও কোভিড আক্রান্ত হয়ে পড়েন। ১৮ দিনের লড়াই শেষে প্রয়াত হন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নামকরা চিকিৎসক ডাঃ এ. কে. মাইতি। প্রথম ঢেউয়ের সময়ে হাজার হাজার রোগীকে পরিষেবা দিয়েছিলেন তিনি। শুধু কোভিড নয়, সারা বছর ধরে যেকোনো রোগ-জ্বালার ক্ষেত্রে এলাকাবাসীর বড় ভরসা ছিলেন এই অভিজ্ঞ চিকিৎসক। কিন্তু, দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই (ফেব্রুয়ারি মাস নাগাদ) সত্তরোর্ধ্ব এই চিকিৎসক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দু’ই ছেলেই চিকিৎসক। বড় ছেলে কলকাতায় থাকেন। ছোটো ছেলে লন্ডনে ইএনটি’র উপরে এফ আর সি এস করছেন। ডাঃ এ. কে. মাইতি’র স্ত্রী জয়ন্তী মাইতি জানিয়েছেন, “আমার স্বামীকে বাঁচানোর লড়াইতে আমরা সকলেই সেই সময় কলকাতায় ছিলাম। তাঁর মৃত্যুর পরও ৩-৪ মাস কলকাতাতেই ছিলাম। এরপর, আমার ছোটো ছেলে লন্ডন থেকে ফেরার পর খড়্গপুরে এসে দেখি, খরিদা বাজার এলাকায় তাঁর ৪০ বছরের চেম্বারটি দখল করে নিয়েছেন মালিক পক্ষ! আমরা ভাড়া সহ সমস্ত কিছুই ৪০ বছর ধরে ঠিকঠাক রেখেছি। তা সত্ত্বেও এভাবে আমাদের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে এবং চেম্বারের সামনে মালপত্র জমা করে দখল করে নেওয়াটা মেনে নিতে পারিনি!” এরপর, গত মাস দুয়েক ধরে চিকিৎসকের ষাটোর্ধ্ব স্ত্রী থানা-পুলিশ করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত, পৌর প্রশাসক প্রদীপ সরকারের হস্তক্ষেপে এবং খড়্গপুরের সাংবাদিকদের আবেদনে সাড়া দিয়ে, পুলিশ প্রশাসনের লোকেরা রবিবার চেম্বার উদ্ধার করে দেন। চেম্বারের চাবি তুলে দেওয়া হয়, জয়ন্তী দেবী’র হাতে।

চেম্বার উদ্ধার করা হলো পশ্চিম মেদিনীপুরে :

প্রসঙ্গত, গত প্রায় ৪০ বছর ধরে খড়্গপুর শহরের খরিদা বাজার এলাকায় জৈন বিল্ডিংয়ের একতলায় রোগী দেখেছেন চিকিৎসক ডাঃ এ. কে. মাইতি। মাঝেমধ্যে ওই চেম্বারে রোগী দেখতেন তাঁর চিকিৎসক ছেলেরাও। কিন্তু, বাবার মৃত্যুর পর, ছেলেরা দেখেন তাঁদের এতদিনের চেম্বার দখল করে নিয়েছেন মালিকপক্ষ। তাঁরা আপাতত বাইরে থাকেন, তাই ভোগান্তিতে পড়তে হল মা জয়ন্তী মাইতি’কে! এদিকে, জৈন-দের দুই ভাই, নবীন জৈন ও প্রদীপ জৈন। সম্পত্তি তাঁদের দুই ভাইয়ের মধ্যেও বিবাদ আছে বলে জানা গেছে। চিকিৎসকের তরফে ভাড়া মেটানো হত ছোটো ভাই নবীন’কে। প্রদীপ এদিন ভাইয়ের নামে অভিযোগ করে বললেন, “ও একটা জালিয়াত। এটার মালিক আমি। আমার সঙ্গে ডাক্তারবাবুর স্ত্রী কোনো আলোচনাই করেননি!” যাই হোক, আপাততো সকলের প্রচেষ্টায় স্বামীর চেম্বার ফিরে পেয়ে খুশি জয়ন্তী দেবী। এজন্য তিনি এলাকার প্রাক্তন বিধায়ক তথা পৌর প্রশাসক প্রদীপ সরকার এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, খড়্গপুর টাউন থানার আই সি সহ পুলিশ প্রশাসনের প্রতিও।

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

9 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

17 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago