thebengalpost.net
সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত :

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: অ্যাসিড ছুঁড়ে খুন! ১৭ বছর আগের একটি মামলায়, অভিযুক্ত এক দম্পতি সহ চারজনকে দোষী সাব্যস্ত করে, সাজা ঘোষণা করল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত। অভিযুক্ত এক দম্পতির (স্বামী-স্ত্রী) যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি দুই অভিযুক্তের ৮ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা যায়, ২০০৪ সালের ২২ জুলাই ভোর সাড়ে চারটায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বড় শিমুলিয়া গ্রামের বাসিন্দা রতন সামন্ত-কে পারিবারিক বিবাদের জেরে অ্যাসিড ছুঁড়ে মেরেছিলেন প্রতিবেশী চার জন। অ্যাসিড ছোঁড়ার পর, রতন বাবুর মুখ, বুক, চোখ, মাথা ঝলসে যায়! সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতাল, তারপরেষ ঘাটাল এবং সবশেষে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করলেও, প্রায় ১ মাস ২০ দিন পর, ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর রতন বাবু মারা যান! সেই মামলাতেই বুধবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত।

thebengalpost.net
দোষী সাব্যস্ত অভিযুক্তরা :

প্রসঙ্গত, সেই সময় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩০৮, ৩০৪ ও ৩৪ নম্বর ধারায় চার্জশিট পেশ করে অভিযুক্ত নন্দ সামন্ত, তাঁর স্ত্রী শ্যামলী সামন্ত; স্বদেশ সামন্ত ও তাঁর স্ত্রী নমিতা সামন্তের বিরুদ্ধে। এই মামলায় ২০০৫ সালের ১৮ নভেম্বর চার্জশিট পেশ করা হয়। অবশেষে, সেই মামলার আজ (২২ ডিসেম্বর) চূড়ান্ত রায় ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত। বিচারক সঞ্জয় কুমার শর্মা’র এজলাসে আজ রায় দান করা হয়। নন্দ সামন্ত ও তাঁর স্ত্রী শ্যামলীর একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অন্য ধারায় দশ বছারের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়। স্বদেশ সামন্ত ও তাঁর স্ত্রী নমিতা’র একটি ধারায় ৫ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা এবং অন্য ধারায় ৩ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিনামা করা হয়েছে।

thebengalpost.net
সাজা ঘোষণা করল ঘাটাল মহকুমা আদালত :