দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৪ নভেম্বর: এগোচ্ছে জঙ্গলমহল। ঋতুস্রাব নিয়ে আর কোনো রাখঢাক নয়। মেয়েদের স্কুলেও তাই এবার বসলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন (Sanitary Napkin Vending Machine)। ঝাড়গ্রাম জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা “মেঘবিতান ফাউন্ডেশন”-এর উদ্যোগে, শুক্রবার লালগড় সারদামনি বালিকা বিদ্যালয়ে ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন বার্নিং মেশিনের উদ্বোধন করা হলো। সবুজায়নের বার্তা দিতে এদিন প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি সজীব চারাগাছে জল সিঞ্চন করে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।
প্রসঙ্গত, মেঘবিতান সংস্থাটি করোনাকালীন সময়ে সম্পূর্ণ বিনামূল্যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলাতে করোনা আক্রান্ত রুগীদের বিনামূল্যে অক্সিজেন দেওয়া, খাবার দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। এছাড়াও, সারা বছর ধরে অন্যান্য নানা সামাজিক কাজকর্মের মহিলা তথা ছাত্রীদের ঋতুচক্রকালীন সময়ে বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন স্কুলে নারী স্বাস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠান করে থাকে। শুক্রবারও লালগড় সারদামণি গার্লস হাইস্কুলে অনুষ্ঠিত হলো একটি “নারী স্বাস্থ্য সচেতনতা” শিবির। এই শিবির থেকে ছাত্রীদের জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ন্যাপকিন বার্নিং মেশিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরার হাতে তুলে দেন মেঘবিতান ফাউন্ডেশনের সভাপতি দেবদীপ রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগড় নার্সিং প্রশিক্ষণ বিদ্যালয়ের অধ্যক্ষা ময়না দে, শিক্ষিকা রুবী গিরি, মৌপাল দেশপ্রাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ প্রসূন কুমার পড়িয়া, শিক্ষক সুব্রত মন্ডল, নার্সিং অফিসার ধৃতি মাহাতো, শিল্পী কাঞ্জিলাল, অর্চনা মাহাতো, অলিভিয়া দেওয়ান, কমিউনিটি হেলথ অফিসার বিদিশা কর, মেঘবিতানের সম্পাদক বচন গিরি প্রমুখ। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় মেঘবিতানের পক্ষে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান দেবদীপ রায় ও বচন গিরি।