Jhargram

Jhargram: মাছের বাজার না ডেঙ্গুর আঁতুড়ঘর? ‘নর্দমায়’ পরিণত হয়েছে ঝাড়গ্রামের জুবলি মার্কেট, ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ২২ নভেম্বর: মাছের বাজার হয়েছে ডেঙ্গুর আঁতুড়ঘরে! এই অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনের পথে ঝাড়গ্রাম জুবলি মার্কেটের মৎস্য ব্যবসায়ীরা। আজ, মঙ্গলবার (২২ নভেম্বর) মাছের বাজার বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা। ডাক দিয়েছেন ধর্মঘটের। প্রসঙ্গত, সদ্য (১৫ নভেম্বর) ঝটিকা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি এই বাজারের। মশার লার্ভা কিলবিল করছে বাজারের মাঝখানে জমা নোংরা জলে! তাই, অবিলম্বে সমস্যার সমাধান না হলে, আজ, মঙ্গলবার থেকেই বাজার বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ঝাড়গ্রামের মৎস্য ব্যবসায়ীরা। এদিকে, এই বিষয়ে ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ কোনো প্রতিক্রিয়াই দিতে চাননি! রাজ্য জুড়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতিতে বাজারের অবস্থা এরকম কেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “কিচ্ছু বলার নেই!”

মাছের বাজার:

প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলার একমাত্র মাছের বাজার ঝাড়গ্রামের জুবলি মার্কেট। যা এই মুহূর্তে ছোটোখাটো পচা ডোবা বা নর্দমায় পরিণত হয়েছে। হয়েছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মশার আঁতুড়ঘরেও। অভিযোগ নিত্যদিন বাজার করতে আসা সত্তরোর্ধ্ব শান্তিময় ঘোষ থেকে বছর ৪০ এর সুশান্ত দাস থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ী রামকৃষ্ণ দত্ত সহ সকলেরই। তাঁদের অভিযোগ, এই বিষয়ে প্রশাসন কিংবা পৌরসভাকে বারবার বলে ও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাই, এবার বৃহত্তর আন্দোলনের পথে ব্যবসায়ীরা। মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, এই মার্কেট থেকেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বাজার সহ ভিন জেলাতেও মাছ সাপ্লাই করা হয়। এছাড়াও, ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলখানা সহ বিভিন্ন দপ্তরে এখান থেকেই যায় মাছ। সেই মাছের বাজার নোংরা নর্দমায় আর মশার আঁতুড়ঘরে পরিণত হওয়ায় ব্যবসায়ীদের ব্যবসা লাটে ওঠার মুখে। কারণ, এই বাজারে এখন মাছ কিনতে আসতে ভয় পাচ্ছেন ক্রেতারা। তাই, মাছ ব্যবসায়ীরা মঙ্গলবার ধর্মঘট ডেকেছেন। একইসঙ্গে, মঙ্গলবার তাঁরা ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে লিখিত স্মারকলিপিও জমা দেবেন বলে জানিয়েছেন। তারপরেও কোনো সুরাহা না হলে আরো বড় আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন।

কিলবিল করছে মশার লার্ভা:

নর্দমায় পরিণত হয়েছে বাজার:

News Desk

Recent Posts

Midnapore: কুয়াশার চাদরে ঢাকল মেদিনীপুর! ‘দার্জিলিং’ খুঁজছেন শহরবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: কুয়াশার চাদরে ঢাকল শহর মেদিনীপুর! শনিবার সন্ধ্যার…

16 hours ago

Midnapore: “শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে বিদায় নিতে চলেছে”; মন্ত্রী-পত্নীর ‘ভাইরাল’ পোস্ট ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: "শুনে আনন্দিত হলাম বনশুয়োরের বাচ্চাটি শালবনী থেকে…

22 hours ago

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর…

1 day ago

Medinipur: ‘পুষ্পা’ নিয়ে বাড়াবাড়ি অথচ দেবের ‘খাদান’-এ অরুচি! খড়্গপুরের হলে প্রতিবাদ ভক্তদের; ফাটল বাজি, বাজল ঢোল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত ৫ ডিসেম্বর 'রেল শহর' খড়্গপুরের বোম্বে…

2 days ago

Biodiversity Park: প্রজাপতি উদ্যান, অভয় পুকুর থেকে রক ক্লাইম্বিং; শহর মেদিনীপুরের খুব কাছেই ‘বায়োডাইভার্সিটি পার্ক’

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: প্রত্যন্ত জঙ্গলমহলেও নজরকাড়া জীববৈচিত্র্য উদ্যান বা বায়োডাইভার্সিটি পার্ক (Biodiversity…

2 days ago

IIT Kharagpur: QS আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে সারা দেশের মধ্যে ‘দ্বিতীয়’ স্থান অধিকার করল IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২০ ডিসেম্বর: কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৫ (স্থায়িত্ব)- এ সারা দেশে…

2 days ago