Jhargram

Weather: উত্তাপের মাঝেই আশার বার্তা! বুধ থেকে শুক্র দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২০ এপ্রিল:গরমে পুড়ছে সমগ্র দক্ষিণবঙ্গ। অবশেষে আশার বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, বুধবার থেকে শুক্রবার (২২ এপ্রিল) অবধি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাবনা আছে একাধিক কালবৈশাখীরও। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এর ফলে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই নামবে বলেও হাওয়া অফিস জানিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জঙ্গলমহলের পাঁচ জেলা সহ দক্ষিণবঙ্গে একপ্রকার তাপপ্রবাহ বইছিল। তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও, বিক্ষিপ্ত দু-একটি জায়গা ছাড়া সেভাবে ঝড়-বৃষ্টি বা কালবৈশাখীর দেখা মেলেনি। তাই, তাপমাত্রার পারদ সেভাবে নামেনি। তবে, বুধবার থেকেই আকাশ আংশিক মেঘলা দেখাচ্ছে কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গে। এরপর রয়েছে, ঝড়-বৃষ্টির পূর্বাভাসও। স্বভাবতই তাপমাত্রা যে বেশ কিছুটা নামবে, তা বলাই বাহুল্য!

বৃষ্টির পূর্বাভাস (প্রতীকী ছবি):

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার অবধি এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩৭ ডিগ্রি (৩৬.৫৭) সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি (৩০.৩৫) সেলসিয়াস।

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

7 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

15 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago