দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ১৫ অক্টোবর: এর আগে পশ্চিম মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে। ফের একবার দেশদ্রোহীতার আইনে তাঁকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। বুধবার বীরভূম জেলার শান্তিনিকেতনের গুরুপল্লি এলাকা থেকে টিপু সুলতান (ওরফে, মুস্তাফা) নামে বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ইউএপিএ (UAPA) বা দেশদ্রোহিতার আইনের পাশাপাশি অস্ত্র আইনের ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। মাওবাদী সন্দেহভাজন বা মাওবাদী যোগে অভিযুক্ত ২৬ বছরের এই যুবককে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, এই গ্রেফতারির বিরোধিতা করে, তীব্র প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন এপিডিআর। তাঁদের মতে, বিনা কারণে ফের একবার বিশ্বভারতীর প্রাক্তন এই মেধাবী ও প্রতিবাদী ছাত্র-কে গ্রেফতার করেছে পুলিশ। একই দাবি করা হয়েছে টিপু সুলতান ও তাঁর পরিবারের পক্ষ থেকেও।

thebengalpost.net
গ্রেফতার টিপু সুলতান ওরফে মুস্তাফা :

thebengalpost.net
নিজেকে নির্দোষ বলে দাবি করল টিপু সুলতান :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও টিপু সুলতানকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। ২০১৬ সালে ২৯ জানুয়ারি বেলপাহাড়িতে জয়রাম মুর্মুকে অস্ত্র ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় টিপু সুলতানকেও অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। এছাড়াও, ২০১৯ সালে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মাওবাদী-যোগ সন্দেহে টিপুকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে শান্তিনিকেতনেই ছিলেন তিনি। বুধবার ফের তাঁকে ওই পুরানো মামলায় গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। গ্রেফতারির বিরোধিতা করেছে, এপিডিআর। তাঁদের মতে, টিপু সুলতান সম্পূর্ণ নির্দোষ এক পড়ুয়া। তার কাছ থেকে এর আগেও কিছু পাওয়া যায়নি। প্রতিবাদী যুবক বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন টিপুও। ইতিমধ্যে, শান্তিনিকেতন থানার তরফে গ্রেফতারির কথা টিপুর বাবা শেখ কামালউদ্দিনকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে।

thebengalpost.net
জেলা আদালতে এপিডিআরের সদস্যরা :