দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর: মোবাইল ফোনে কারুর সঙ্গে একটা কথা বলছিলেন। সিট থেকে উঠে গেটের কাছে গিয়ে কথা বলছিলেন। এরপর যে কি হল বলতে পারবনা! বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ ঝাড়গ্রাম জেলা হাসপাতালে দাঁড়িয়ে এমনটাই জানালেন তরুণী’র সঙ্গে একই সংস্থায় কর্মরত তাঁর এক সহকর্মী। প্রসঙ্গত উল্লেখ্য, আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ৭-টা নাগাদ ঝাড়গ্রাম সংলগ্ন সরডিহা স্টেশনের কাছে খড়গপুর-টাটা রেল লাইন থেকে গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করলেন একদল যুবক। ঝাড়গ্রাম তৃণমূলের যুব সভাপতি হেমন্ত মাহাতোর নেতৃত্বেই ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, বছর ২০’র ওই তরুণীর নাম সোমবারি সরেন। তাঁর মাথায় আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে তিনি ঝাড়গ্রাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

thebengalpost.net
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল ওই তরুণীকে:

এদিকে, ওই তরুণীর সঙ্গে একই সংস্থায় কর্মরত অপর তরুণী, বছর ৩০-এর ময়না সরেন বলেন, “আমরা শংকরপুর একটি সংস্থায় কাজ করতাম। খড়্গপুর থেকে ট্রেন ধরে আমরা ঝাড়খণ্ড যাচ্ছিলাম। ওখানেই আমাদের বাড়ি। আমি সিটে বসেছিলাম। ও ফোনে কথা বলতে বলতে আসছিল। তারপর উঠে গেটের কাছে যায়। তারপর কি হল বলতে পারবোনা!” জানা যায়, ঝাড়গ্রাম স্টেশনে ঢোকার ঠিক আগেই সরডিহা স্টেশনে সন্ধ্যা ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনা বোঝার পরই বা শব্দ শুনতে পেয়েই ময়নাও সরডিহা স্টেশনে নেমে যান। এরপরই দেখা যায়, কয়কেজন যুবক এসে সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করেন। নিজেদের গাড়িতে করে প্রথমে স্থানীয় হাসপাতালে, তারপর জেলা হাসপাতালে নিয়ে যান হেমন্ত’র নেতৃত্বে ওই যুবকরা। জানা যায়, পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে একটি সংস্থায় কাজ করতেন ওই দুই তরুণী। আহত তরুণীর বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বজ্জুডি এলাকায় বলে জানা গেছে। ট্রেনে চেপে বাড়ি যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর তদন্ত শুরু করেছে রেল পুলিশ। হেমন্ত জানিয়েছেন, “আমরা সরডিহা স্টেশনের কাছাকাছি এলাকায় আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি লাইনের উপর এক তরুণী পড়ে আছেন। কাছাকাছি রেল পুলিশ বা কাউকেই দেখতে পাইনি। আমরাই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। স্থানীয় হাসপাতাল থেকে জেলা হাসপাতালে রেফার করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছেন উনি। ওনার বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” তবে, আত্মহত্যার চেষ্টা নাকি নিছকই দুর্ঘটনা, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি!

thebengalpost.net
ভর্তি করা হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে: