দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২১ জুন: উপত্যকায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াই! জম্মু-কাশ্মীরের সোপোরে সন্ত্রাস দমন অভিযানে চলা এই গুলির লড়াইতে তিন জঙ্গিকে খতম করল যৌথবাহিনী। নিহত জঙ্গিদের মধ্যে একজন লস্কর-ই-তৈবার “মোস্ট ওয়ান্টেড” শীর্ষ নেতা ছিল। মৃত ওই জঙ্গির নাম মুদাসির পণ্ডিত। কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার অন্যতম নেতা মুদাসির তিন পুলিশ আধিকারিক, ২ কাউন্সিলর এবং দু’জন আমজনতাকে হত্যা করার পাশাপাশি আরও অপরাধের সাথে যুক্ত ছিল। স্বভাবতই এহেন জঙ্গির মৃত্যু সেনাবাহিনীর কাছে এক বড়সড় সাফল্য এনে দিয়েছে।

thebengalpost.in
কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই :

রবিবার, গভীর রাতে সূত্রের খবরের ভিত্তিতে বারমুল্লা জেলার সোপোরে অভিযান চালায় যৌথবাহিনী। সেখানেই শুরু হয় গুলির লড়াই। তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ দেওয়া হলেও যৌথবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। আর তার পরেই গুলির লড়াইতে নিকেশ হয় ওই তিন জঙ্গি। কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, “উত্তর কাশ্মীরের সোপোর এলাকায় এদিন অভিযান চালানো হয়েছিল। সাধারণ মানুষের কাছে বিরাট খুশির খবর হল মুদাসির পণ্ডিতের খতম হওয়া। সোপোর এলাকায় শান্তি ফিরবে। এই এলাকার যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করে তাদের নাশকতামূলক কার্যকলাপে নিয়োগ করত মুদাসির। তার মৃত্যু যৌথবাহিনীর বড় সাফল্য।”