দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: ভোটের নয় চলছে নোটের গণনা! চতুর্থ রাউন্ড গণনার শেষে প্রায় ৩০ কোটি টাকা পেরিয়ে গেছে বেলঘরিয়া রথতলা ফ্ল্যাটের টাকা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। জানা গেছে, সারারাত চলবে গণনা। তার সঙ্গে যুক্ত হয়েছে ৬ কেজি সোনার বাট, রূপোর কয়েন, হীরের গয়না এবং অজস্র জমির দলিল। সবমিলিয়ে সম্পত্তির পরিমাণ ৪০ কোটি পেরিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে! নগদ টাকা, জমির দলিল, সোনা দানা সহ পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকেই ১০০ কোটির বেশি সম্পত্তি উদ্ধার করতে চলেছে ইডি। এদিকে, বেলঘরিয়ার ফ্ল্যাটে নোটের পাহাড়ের মধ্যে পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পাঠানো একটি প্যাকেট বা পলি ব্যাগ উদ্ধার হয়েছে। যে প্যাকেটে বা পলিব্যাগে করে টাকা গিয়েছিল বলে অনুমান করা হচ্ছে। প্যাকেটের উপরে লেখা ‘সাউ বস্ত্রালয়’, সবং, পশ্চিম মেদিনীপুর। স্বভাবতই ভয়ে এখন কাঁপছেন বিভিন্ন জেলার নেতারা, বেআইনিভাবে শিক্ষক নিয়োগে যাঁরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে টাকা পাঠিয়েছিলেন!
উল্লেখ্য যে, বুধবার সন্ধ্যার ঠিক মুখেই বেলঘরিয়া’র রথতলায় অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের ৮-এ ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে চলছে কাউন্টিং। টালিগঞ্জের আবাসনের পর পার্থ-সাথী অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল! ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে এখনও অবধি উদ্ধার হয়েছে ৩০ কোটিরও বেশি টাকা। পাশাপাশি, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৬ কেজি সোনা, অজস্র রূপোর কয়েন, হীরের গয়না উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গেছে। উদ্ধার হয়েছে অজস্র জমির দলিল। আর, এ নিয়েই এখন রাজ্য জুড়ে পড়েছে শোরগোল! [আপডেট: শেষ পর্যন্ত (বৃহস্পতিবার সকালের খবর অনুযায়ী) নগদ ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, ৬ কেজি সোনার বাট (বা, ৪ কোটি ৩০ লক্ষ টাকার সোনা), অজস্র রূপোর কয়েন, হীরের গয়না উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা। সঙ্গে অনেকগুলি জমির দলিল উদ্ধার হয়েছে বলেও জানা গেছে।]