দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: সকাল ৮ টা নাগাদ বাড়িতে ঢুকেছিলেন আয়কর কর্তা তথা ইডি আধিকারিকরা। বেরোলেন রাত্রি ৮ টা (৭.২৫ মিনিটে) নাগাদ! পশ্চিম মেদিনীপুরের পিংলা (Pingla)-র খিরীন্দা এলাকায় কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়ি ছাড়লেন আয়কর কর্তারা। সঙ্গে নিয়ে গেলেন প্রচুর ফাইল আর নথিপত্র। তবে, এনিয়ে মুখ খোলেননি আয়কর কর্তা বা ইডি আধিকারিকরা। কিছু বলতে চাননি পরিবারের সদস্যরাও। সূত্রের খবর, কাগজপত্রের সঙ্গে আরও অনেকে কিছু থাকতে পারে! উল্লেখ্য যে, গ্রামবাসীরা ইতিমধ্যেই জানিয়েছেন, এই কৃষ্ণচন্দ্র অধিকারী হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা কল্যাণময় ভট্টাচার্যের মামা। পিংলার গোপীনাথপুর (খিরীন্দা মৌজা) এলাকায় নির্মিত সুবিশাল ইংরেজি মাধ্যম স্কুল দেখাশোনার দায়িত্বে নাকি এই মামা সহ কয়েকজন আছেন!
প্রসঙ্গত এও উল্লেখ্য যে, শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে শুক্রবার রাজ্যের ১৩-টি (বা, ১৪ টি) জায়গায় শুক্রবার একযোগে তল্লাশি শুরু করে ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টর (Directorate of Enforcement)। সেই সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় আয়কর দপ্তর তথা ইডি’র আধিকারিকরা। শুক্রবার সকাল ৮ টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা কল্যাণময় ভট্টাচার্যের মামা কৃষ্ণচন্দ্র অধিকারীর পিংলার খীরিন্দার বাড়িতে ইডি’র ৫ সদস্যের এক তদন্তকারী দল এসে উপস্থিত হয়। তাঁরা বেরোন রাত্রি ৮ টা নাগাদ। জানা গেছে, ওই ইংরেজি মাধ্যম স্কুল (বি.সি.এম মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল) এবং বিশাল সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাড়ির সদস্যদের। নিয়ে যাওয়া হয়েছে প্রচুর ফাইল ও কাগজপত্র। তবে, আরো অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছে বলে গ্রামবাসীদের সন্দেহ! প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতেই পিংলার এই বাড়িতে এসে উপস্থিত হন ইডি’র আধিকারিকরা। কারণ, পিংলার এই প্রত্যন্ত গ্রামেই এক সুবিশাল ইংরেজি মাধ্যম স্কুল এবং বাগানবাড়ির পেছনে পার্থ চট্টোপাধ্যায়ের ‘হাতযশ’ আছে বলে স্পষ্ট অভিযোগ করেছিলেন গ্রামবাসী থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে রেখে এ দিনের এই তল্লাশি অভিযান হয় বলে অভিমত ওয়াকিবহাল মহলের। এর মধ্যেই আবার, দক্ষিণ কলকাতায় পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ট’ অর্পিতা মুখার্জি’র বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকার বেশি উদ্ধার করেছে ইডি! সবমিলিয়ে, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তুলকালাম গোটা রাজ্য।