দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৭ জুলাই: উদ্ধার হয়েছে ২০ কোটির বেশি! ৪-টি মেশিনে এখনও চলছে গোনা।‌ বান্ডিল বান্ডিল ২০০০ আর ৫০০’র নোট গুনতে হিমশিম খাচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা। ‘পার্থ মহারাজ’ এর কোটি কোটি টাকা এবার উদ্ধার হল ‘অর্পিতা মহারাণী’র বেলঘরিয়া’র বিলাসবহুল আবাসন থেকে। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা থেকে রাত গড়াতে চললেও টাকা গোনা শেষ করতে পারেনি ইডি! ইডি সূত্রে আরও খবর, টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে ৪-টি কাউন্টিং মেশিনে চলছে টাকা গোনার কাজ।

thebengalpost.net
বেলঘরিয়ার ফ্ল্যাট :

উল্লেখ্য, বুধবার সন্ধ্যার মুখে বেলঘরিয়া’র রথতলায়, অর্পিতার দরজা ভেঙে ক্লাব টাউনের ফ্ল্যাটের ঢোকে ইডি। ক্লাব টাউনের ৫ নম্বর ব্লকের 8-A (৮-এ) নম্বর ফ্ল্যাটে দীর্ঘ সময় ধরে চলছে কাউন্টিং। টালিগঞ্জের আবাসনের পর পার্থ-সাথী অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটেও টাকার পাহাড়ের হদিশ মিলল! ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, তাঁর বেলঘরিয়ার এই ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। পাশাপাশি অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ৩ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার বস্তা বস্তা ৫০০ এবং ২০০০ টাকার নোট, সোনা। আর, এ নিয়েই এখন রাজ্য জুড়ে পড়েছে শোরগোল! (আপডেট: রাত এগারোটার খবর অনুযায়ী, ৪০ কোটি পেরিয়ে গেছে! এখনও চলছে গোনা।)