thebengalpost.net
ঘিরে ফেলা হয়েছিল অনুব্রত মণ্ডলের বাড়ি:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বীরভূম, ১১ আগস্ট:সাতসকালেই অনুব্রত মণ্ডলের দুয়ারে সিবিআই (CBI) প্রতিনিধিদল! বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছেছে সিবিআইয়ের প্রতিনিধি দল। অনুব্রতর বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনী তথা CRPF এর জওয়ানরা। বৃহস্পতিবার সকাল সকাল বীরভূমে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। সূত্রের খবর, বুধবার মধ্যরাতেই বীরভূমে পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা। শান্তিনিকেতনের রতন কুঠি ও পূর্বপল্লী গেস্ট হাউসে ছিলেন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা। তারপর সকাল থেকেই অভিযান শুরু করা হয়েছে! তবে কি আজ-ই গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

thebengalpost.net
অনুব্রত’র দুয়ারে সিবিআই:

প্রসঙ্গত উল্লেখ্য, বোলপুর হাসপাতালে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী-কে দিয়ে জোর করে প্রেসক্রিপশন লেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সিবিআই হাজিরা এড়াতে প্রেসক্রিপশন বা বেড রেস্ট লেখানোর মারাত্মক অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে! তাই, আর দেরি না করে বৃহস্পতিবার সাত সকালেই তাঁর বাড়িতে পৌঁছে গেল সিবিআই প্রতিনিধি দল। চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড করা হতে পারে বলে জানা গেছে। কার নির্দেশে তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন তাও জানা হতে পারে! ইতিমধ্যে, চন্দ্রনাথ অধিকারী এবং বোলপুর হাসপাতালের সুপারের কথোপকথনের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সবমিলিয়ে, দুইয়ে দুইয়ে চার হলেই, বৃহস্পতিবার, রাখী বন্ধন উৎসবের দিন-ই অনুব্রতকে পাকড়াও করতে পারে সিবিআই! তাঁকে ভুবনেশ্বর এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে বলে সূত্রের খবর।