দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৬ আগস্ট: তালিবানদের আফগানিস্তান (Afganistan) দখলের পূর্বেই দেশ ছাড়ার হিড়িক লেগে যায় সেখানকার বাসিন্দাদের মধ্যে। এমনকি ‘তালিবান’ আতঙ্কে দেশ ছেড়ে আগেই ওমানে গা ঢাকা দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আত্মগোপন করতে ব্যস্ত অন্যান্য মন্ত্রীরাও। এদিকে, আফগানিস্তানের জমি দখলের জন্য ইতিমধ্যেই পৌঁছে গেছে তালিবানরা। ঘোষণা করা হয়েছে, আফগানিস্তানের নাম বদলে হয়ে যাবে “ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান”। এমনকি বদলে যাবে দেশের পতাকাও। খুব শীঘ্রই আফগানিস্তানে সরকার গড়তে চলেছে তালিবানরা।

thebengalpost.in
পৈশাচিক উল্লাস :

thebengalpost.in
দেশ ছাড়ার হিড়িক :

এই ভয়াবহ পরিস্থিতিতে হুড়োহুড়ি পড়ে যায় দেশ ছাড়ার। কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন বিমান বন্দর এবং রেল স্টেশন গুলিতে। বিমানে ওঠার তাড়াহুড়োতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা তো রয়েছেই, এবার সামনে এলো আরো ভয়াবহ চিত্র। বিমানে জায়গা না পেয়ে বিমানের চাকার সাথে নিজেকে দড়ি দিয়ে বেঁধে নেন কিছু যাত্রী, বিমান চলতে শুরু করলে সেই দড়ি আলগা হয়ে মাঝ আকাশেই বিমান থেকে পড়ে মারা যান দুই ব্যাক্তি। যদিও যে ভিডিওটি সামনে এসেছে তা একদমই অস্পষ্ট। বর্তমানে, বিমান বন্দর থেকে বিমান যাতায়াত বন্ধ। তবে, ইতিমধ্যেই রবিবার ১২৯ জন যাত্রী নিয়ে শেষ আফগানিস্তান ছেড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান, যা ওইদিনই সন্ধের সময় দিল্লি বিমান বন্দরে এসে নামে।

thebengalpost.in
ভাইরাল হওয়া ভয়াবহ দৃশ্য :

অন্যদিকে, তালিবান (Taliban) শাসনকে সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং চিন। এমনকি, আফগানিস্তানকে সাহায্য করতে ভারত যদি সেনা পাঠায় তবে তার ফল ভালো হবেনা বলেও হুঁশিয়ারি দিয়েছে ওই জঙ্গিগোষ্ঠী। যদিও ভারতের কোনো ক্ষতি করবেনা বলে এক সংবাদ সংস্থাকে জানান তালিবানের মুখপাত্র সুহেল শাহীন। কিন্তু, তাতেও একটুও স্বস্তিতে নেই ভারত! কে বলতে পারে তালিবানের বর্বরতার আগুন আফগানিস্তান ছেড়ে ভারতে ঢুকে পড়বেনা! অন্যদিকে, তালিবানদের দখলে ইতিমধ্যেই দেশের ছয়টির মধ্যে তিনটি স্টেডিয়াম। স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেটের সঙ্গে মহম্মদ নবি, রশিদ খানের মত ক্রিকেটার দের ভবিষ্যৎ নিয়েও চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। (তথ্য- দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম, সম্পাদনা- সুদীপ্তা ঘোষ)