International

মহারাষ্ট্র থেকে বাংলাদেশ অবধি ‘সদভাবনা যাত্রা’ ছুঁয়ে গেল মেদিনীপুর! ঐতিহাসিক শহরের আতিথেয়তায় মুগ্ধ যাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ নভেম্বর: ভারতের স্বাধীনতার ৭৫ বছর, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ‘বঙ্গবন্ধু’ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে “স্নেহালয়” নামক একটি সংস্থার উদ্যোগে মহারাষ্ট্রের আহম্মদনগর থেকে বাংলাদেশের নোয়াখালী পর্যন্ত একটি সদভাবনা সাইকেল যাত্রার সূচনা হয়েছে গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন। “জোড়ে ভারত, জয় জগৎ” শ্লোগানকে সামনে রেখে, একশো জন সদস্যকে নিয়ে ৭৫ দিনের এই সাইকেল যাত্রা শুরু হয়েছে। এই সাইকেল যাত্রায় মূল সহযোগী হিসেবে রয়েছে রোটারী ক্লাব অফ আহম্মদনগর এবং প্রেমরাজ সারডা মহাবিদ্যালয়। ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা ছুঁয়ে, বাংলাদেশের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে ১৬ ডিসেম্বর নোয়াখালী পৌঁছানোর কথা এই দলটির। সব মিলিয়ে এঁদের যাত্রাপথ প্রায় তিন হাজার কিলোমিটার। অভিযাত্রী দলটি বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে এসে পৌঁছয়। বৃহস্পতিবার সারাদিন মেদিনীপুর শহরে থেকে, আজ (শুক্রবার) ভোরে এঁরা মেদিনীপুর শহর থেকে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। এই দলে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ড.গিরীশ কুলাকার্নী। এই দলে যেমন রয়েছেন ৬২ বছরের অবসর প্রাপ্ত ব্যাংককর্মী সিদ্ধার্থ বাগমারে, তেমনি রয়েছে দশ বছরের স্কুল ছাত্র সিদ্ধার্থ আওয়ারে। রয়েছেন সমাজকর্মী বিশাল আহিরে, ৫৯ বছর বয়স্ক মহিলা হোমিওপ্যাথি চিকিৎসক মেঘনা মারাঠে, অধ্যাপক যোগেশ গৌলি, অধ্যাপক অঙ্কুশ আওয়ারে,কলেজ ছাত্রী রতু ঝা, ভি আর এস নেওয়া বেসরকারি সংস্থার কর্মী মহেশ বডগুজর সহ অন্যান্যরা। এই দলে রয়েছেন কেরালার অভিযাত্রী অজিত রাজগোপাল, রয়েছেন একহাতে সাইকেল চালানো অভিযাত্রী দত্তু থোরাথ, কানে শুনতে না পাওয়া অভিযাত্রী রত্নাকর সেজওয়ার, রয়েছেন সাইকেল রিপিয়ারিং থেকে শুরু করে নানা কাজে পারদর্শী অভিযাত্রী সুনীল কামলে।

সদভাবনা যাত্রা :

মেদিনীপুর শহরের ‘শ্যামসংঘ’ ও বেরা ডিস্ট্রিবিউটরের আতিথিয়তা এঁরা গ্রহণ করেছেন। বেরা সাইকেল ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে অভিযাত্রী দলের সাইকেলগুলিকে টেকনিক্যাল সার্পোট দেওয়া হয়। অন্যান্য জায়গার পাশাপাশি অভিযাত্রী দলটি বৃহস্পতিবার সকালে মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রম স্কুল ও চার্চ পরিদর্শন করেন এবং ফাদারের সঙ্গে সাক্ষাৎ করেন। অভিযাত্রী দলের পক্ষে অধ্যপক কুলকার্নি, সমাজকর্মী বিশাল আহিরে, অধ্যাপক অঙ্কুশ আওয়ারেরা জানান, ঐতিহাসিক মেদিনীপুর শহরের আতিথিয়তায় তাঁরা মুগ্ধ এবং দীপাবলি উৎসবের আনন্দ এই শহরে পালন করতে পেরে তাঁরা খুশি। বেরা ডিস্ট্রিবিউটরের কর্ণধার সুকুমার বেরা জানান, এই রকম একটি অভিযাত্রী দলকে মেদিনীপুরবাসীর তরফে আপ্যায়িত করতে পেরে তাঁরা খুশি। অভিযাত্রী দলটি যাত্রাপথের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে সদভাবনা, সম্প্রীতি,একতার বার্তা দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে দিতে তাঁদের যাত্রা এগিয়ে নিয়ে চলেছে।

মেদিনীপুর শহরের শ্যাম সংঘে :

ঐতিহাসিক মেদিনীপুর শহরের আতিথেয়তায় মুগ্ধ অভিযাত্রীরা :

News Desk

Recent Posts

Medinipur: পড়ুয়াদের মিল পরিবেশন থেকে ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক বার্তা! দিনভর নানা কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রাথমিক স্কুলের পড়ুয়াদের নিজের হাতে মিড-ডে মিল…

6 hours ago

Midnapore: মেদিনীপুর মেডিক্যালের মুস্তাফিজুর সহ সন্দীপ-ঘনিষ্ঠ তিন ‘চিকিৎসক-নেতা’কে সাসপেন্ড করল মেডিক্যাল কাউন্সিল! বাতিল হতে পারে সন্দীপের রেজিস্ট্রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: অবশেষে প্রবল চাপের মুখে রাজ্য মেডিক্যাল কাউন্সিল…

14 hours ago

Medinipur: শিক্ষক দিবসের দিনই বিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য পশ্চিম মেদিনীপুরের পড়ুয়া ও শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত শালবনী ব্লকের…

1 day ago

Midnapore: শিক্ষক দিবসেই ‘চক্ষু পরীক্ষা শিবির’ পশ্চিম মেদিনীপুরের স্কুলে; CCTV বসানোর জন্য ১ লক্ষ টাকা অনুদানের ঘোষণা সহৃদয় ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: সারা বছর তাঁরা জ্ঞানের আলোয় আলোকিত করেন…

2 days ago

Medinipur: শিক্ষক দিবসের অনুষ্ঠান বন্ধ রেখে পড়ুয়াদের নিয়ে ‘মৌন মিছিল’ হিজলি স্কুলের শিক্ষকদের! প্রতিবাদ-পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের…

2 days ago

Midnapore: বার্ড ফ্লু ছড়িয়েছে ওড়িশায়, মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা! মেদিনীপুরের সীমান্ত এলাকায় নজরদারি, ট্রেনেও চালানো হবে তল্লাশি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: ওড়িশাতে ছড়িয়েছে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জা…

2 days ago