দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, শুভেন্দু ঘোষ, ২ অক্টোবর: করোনা অতিমারীর কারণে, ২০২০ সালে IAG’র ইরান সম্মেলন স্থগিত হয়ে যাওয়ায়, চলতি বছররের পর্তুগাল সম্মেলন নিয়ে সংস্থার সদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ ছিল। ২০২২ সালে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জিওমরফোলজিস্টস’ (IAG)-এর ১০ম আন্তর্জাতিক সম্মেলনের আসর বসেছিল পর্তুগালের অন্যতম প্রাচীন ইউনেস্কো স্বীকৃত হেরিটেজ শহর, কোয়েমব্রাতে। শহরেরই কোয়েমব্রা বিশ্ববিদ্যালয়ে গত ১২ থেকে ১৬ সেপ্টেম্বর (২০২২) পর্যন্ত অনুষ্ঠিত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিলো- “জিওমরফোলজি এবং গ্লোবাল চেঞ্জ” (Geomorphology and Global Change)। প্রায় ৪১-টি দেশ থেকে আগত IAG- এর ভূমিরূপবিদেরা প্রত্যেকেই ‘ভূ-রূপবিদ্যা’ (বা, ভূমিরূপবিদ্যা)’র তাত্ত্বিক, পদ্ধতিগত এবং প্রায়োগিক দিকগুলোর বিজ্ঞানভিত্তিক আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন।
এই সম্মেলনেই ভারত তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করলো, এক বাঙালি ভৌগোলিকের আন্তর্জাতিক মঞ্চে গৌরবময় উপস্থিতি! বিখ্যাত ভৌগোলিক তথা ভূ-তত্ত্ববিদ (বা, ভূমিরূপবিদ) অধ্যাপক ড. এস.পি চ্যাটার্জির যোগ্য উত্তরসূরী হিসেবে, শিলংয়ের NEHU বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ভূমিরূপবিদ অধ্যাপক ড. সুনীল কুমার দে গত ১৫ সেপ্টেম্বর খ্যাতনামা আন্তর্জাতিক ভূমিরূপ বিষয়ক গবেষণা সংস্থা IAG (International Association for Geomorphologists)- এর সভাপতি (President) নির্বাচিত হয়েছেন। কলকাতার বাসিন্দা অধ্যাপক দে পর্তুগালের কোয়েমব্রা বিশ্ববিদ্যালয়ে ভূ-রূপবিদ্যা (বা, ভূমিরূপবিদ্যা) বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনের চতুর্থ দিনে (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনে আভ্যন্তরীন ভোটাভুটিতে ২১-২০- জয় ছিনিয়ে নিয়েছেন। অধ্যাপক ড. দে’র প্রতিপক্ষ ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট অধ্যাপক সুসান কনওয়ের। সভাপতি হিসেবে ড. দে ইতালির মোডেনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাউরো সোলদাতির স্থলাভিষিক্ত হলেন। প্রথম এশীয় হিসেবে ড. দে এই কৃতিত্ব অর্জন করেছেন।
প্রসঙ্গত, অধ্যাপক দে এনভায়রনমেন্টাল জিওমরফোলজি (পরিবেশগত ভূমিরূপবিদ্যা), জিওমরফোলজিক্যাল হ্যাজার্ডস (ভূমিরূপের বৈচিত্র্য) এবং রিভার হেলথ (নদীর গতিপথ) বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন কাজ করে চলেছেন। অপরদিকে, IAG হল- বিশ্বের পেশাদার ভূতাত্ত্বিকদের একটি অন্যতম আন্তর্জাতিক সংস্থা, যারা এই ভূ-রূপবিদ্যায় গবেষণার উন্নতি ও প্রচারের জন্য কাজ করে থাকে। এটি ১৯৮৫ সালে যুক্তরাজ্যের ম্যাঞ্চেস্টারে প্রতিষ্ঠিত হয়েছিল। অধ্যাপক ডেনিস ব্রান্সডেন ছিলেন এর প্রথম সভাপতি। বর্তমানে, প্রায় ৬১-টি দেশ IAG- এর সাথে সংযুক্ত। উল্লেখ্য যে, অধ্যাপক দে ২০১৮ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওমরফোলজিস্টস ইয়াং জিওমরফোলজিস্ট ফোরাম (IGI-YGF) প্রতিষ্ঠা করেছিলেন, যা ভূমিরূপ গবেষণা বিষয়ক ইউরোপের বাইরে বিশ্বের সবচেয়ে সক্রিয় গ্রুপ হিসাবে বিবেচিত হয়। অধ্যাপক ড. দে’র এই সাফল্যে তাঁর ছাত্র-ছাত্রী, সহকর্মী থেকে শুরু করে অধ্যাপক, উপাচার্য এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীদের মধ্যে বিপুল উদ্দীপনার সঞ্চার সৃষ্টি করেছে। (লেখক ড. শুভেন্দু ঘোষ ভূগোল বিষয়ের একজন শিক্ষক এবং গবেষক হিসেবে পরিবেশ বিষয়ক একাধিক সংস্থার সঙ্গে যুক্ত।)