দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে:মেদিনীপুরের বিস্ময় বালিকা! তার ম্যাজিকে মুগ্ধ-বিবশ সারা বিশ্ব। মোহিত হয়ে তাকিয়ে থাকতে হয় অদিতির হাতের যাদুর দিকে! শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একমাত্র প্রতিনিধি হিসেবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাজিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জুনিয়র বিভাগে ‘চ্যাম্পিয়ন’ (Champion) হয়েছে রেলশহর খড়্গপুরের বাসিন্দা, ১১ বছরের অদিতি ভাজা। গত ২২ থেকে ২৪ এপ্রিলের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। জুনিয়র বিভাগে ভারত থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে খড়্গপুরের সেন্ট অ্যাগনেস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অদিতি। বিচারকদের একপ্রকার ‘বশীভূত’ করে ছোট্ট অদিতি’র হাতের জাদু! দেশ, রাজ্য তথা জেলা-কে গর্বিত করে চ্যাম্পিয়ন‌ হয় সে।

thebengalpost.net
অদিতি ভাজা (Aditi Bhaja) :

জানা যায়, মাত্র চার-পাঁচ বছর বছর বয়স থেকে ম্যাজিক শিখছে সেন্ট অ্যাগনেস স্কুলের মেধাবী এই ছাত্রী। খড়্গপুর শহরের নিমপুরার বাসিন্দা ভি. তারকেশ্বর রাও এবং ভি. সোনি‌ গোপের একমাত্র মেয়ে অদিতি রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় ইতিমধ্যে একাধিক গোল্ড মেডেল জিতেছে। এরপরই, এপ্রিলের ২২ থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা’র আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় সে। প্রথম সুযোগেই ছক্কা হাঁকায় অদিতি! জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয় সে। সম্প্রতি, বাড়ি ফিরেছে ছোট্ট অদিতি। তাকে নিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী। অদিতি’র ম্যাজিক প্রশিক্ষক (টিচার) ভোলানাথ সরকার। নিমপুরাতেই ম্যাজিক শেখানোর প্রতিষ্ঠান আছে তাঁর। এর আগে সারা বিশ্ব জুড়ে তিনিও ম্যাজিক দেখিয়ে বেড়িয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন। তাঁর সুযোগ্যা ছাত্রী সম্পর্কে বলেন, “অদিতি খুবই প্রতিভাময়ী। ওর হাতের কাজ অসাধারণ। সম্প্রতি জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কায়। এর আগেও রাজ্য ও দেশের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছে অদিতি।” রেলকর্মী তারকেশ্বর রাও তথা অদিতির বাবা বলেন, “ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে, জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ও। এই গর্ব শুধু আমাদের নয়, সারা জেলা, রাজ্য তথা দেশের! সকলের আশীর্বাদে আরও এগিয়ে যাক ও, এটাই চাইব।”

thebengalpost.net
Champion in Srilanka: