মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল:পশ্চিমবঙ্গ সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (Bengal Global Business Summit)- এ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে বিদেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। গত ২০ এপ্রিল, এই বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলনের প্রথম দিনই জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মৌ (MOU- Memorandum of Understanding) স্বাক্ষরিত হল, রাশিয়া (Russia)’র বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘রাশিয়ান অ্যাক্যাডেমি অফ সাইন্স’ (Russian Academy of Sciences) এর অধীন জাতিতত্ত্ব ও নৃতত্ত্ব বিষয়ক গবেষণা কেন্দ্র ‘ইনস্টিটিউট অফ এথনোলজি অ্যান্ড অ্যানথ্রোপলজি’ (Institute of Ethnology and Anthropology)- এর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু এবং কলকাতা স্থিত রাশিয়ান কনস্যুলেটের কনসাল জেনারেলের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত এই মৌ স্বাক্ষরিত হয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য (Vice Chancellor) ছাড়াও, উপস্থিত ছিলেন, নিবন্ধক (Registrar) ড. জয়ন্ত কিশোর নন্দী, নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তবে, রাশিয়ান-ইউক্রেন যুদ্ধের আবহে, রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্স- এর পক্ষ থেকে কেউ উপস্থিত থাকতে পারেননি। উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণা কেন্দ্রিক ‘সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম’ (Centre for Adivasi Studies and Museum)-টি রাজ্যের অন্যতম সেরা একটি আদিবাসী শিক্ষা ও গবেষণা সংক্রান্ত মিউজিয়াম। আদিবাসী জীবনধারণ, ভাষা, শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্য, অভিযোজন ও ক্রমবিকাশ সম্বন্ধীয় গবেষণা এবং আদিবাসী সংস্কৃতি’র বাদ্যযন্ত্র ও অস্ত্রশস্ত্রের সংরক্ষণের মাধ্যমে এই গবেষণা কেন্দ্র এবং মিউজিয়ামটি জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা জগতেও অনন্য স্থান অধিকার করে নিয়েছে। তাই, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই মিউজিয়াম-টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং জেলার টুরিস্ট ম্যাপে স্থান দেওয়া হয়েছে। এবার, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই ‘সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম’ এবং রাশিয়ার এই গবেষণা কেন্দ্র (‘ইনস্টিটিউট অফ এথনোলজি অ্যান্ড অ্যানথ্রোপলজি’) যৌথভাবে আদিবাসী ভাষা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক গবেষণা চালানোর উদ্যোগ গ্রহণ করেছে। দুই দেশের সুপ্রাচীন জনগোষ্ঠী এবং আদিবাসী ও লৌকিক শিক্ষা-সংস্কৃতি বিষয়ক গবেষণার মানোন্নয়নের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু।
প্রসঙ্গত এও উল্লেখ্য যে, মার্চ মাসের শেষ সপ্তাহেই, যথাক্রমে- ইংল্যান্ড ও জার্মানির দুই বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যৌথ পাঠদান প্রক্রিয়া বা অ্যাকাডেমিক কোলাবরেশন (Academic Collaboration) বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সম্মতিপত্র এসে পৌঁছেছে। ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় (University of East Anglia) এবং জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় (Nuremberg University of Music) এর সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যৌথ পাঠদান প্রক্রিয়া ও গবেষণামূলক কাজ কর্মও আগামী মাস ছয়েকের মধ্যে শুরু হবে এবং মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। সেখানেও এই ‘সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম’ (Centre for Adivasi Studies and Museum)-টিই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে আগেই জানিয়েছিলেন ইংরেজি ও নৃতত্ত্ব বিভাগের দুই অধ্যাপক যথাক্রমে, ড. ইন্দ্রনীল আচার্য এবং ড. সুমহান বন্দ্যোপাধ্যায়। এবার, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই রাশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সফলভাবে মৌ স্বাক্ষরিত হয়ে গেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। তবে, যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই যে এই চুক্তির বিষয়টি স্থির হয়ে গিয়েছিল তা জানিয়েছেন উপাচার্য। তিনি এও জানিয়েছেন, “এই চুক্তির ফলে এক দিকে যেমন বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা রাশিয়ার মস্কোয় অবস্থিত এই সংস্থার গবেষণা কেন্দ্রে গিয়ে গবেষণা করার সুযোগ পাবেন, তেমনই সেখানকার ছাত্র-ছাত্রীরাও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়াম’ এ এসে গবেষণা করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে পৌঁছে প্রত্যক্ষভাবে আদিবাসী জীবন, ভাষা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি এবং তার উত্তরোত্তর ক্রমবিকাশ বিষয়ে ধারণা লাভ করতে পারবেন। তা ছাড়াও ‘রাশিয়ান অ্যাকাডেমি অফ সাইন্স’ এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যৌথভাবে গবেষণাপত্র প্রকাশ করতে পারবেন।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…