thebengalpost.net
ভগ্নপ্রায় দশা স্কুল ভবনের (প্রতীকী ছবি) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: বুধবারই ছিল প্রথম পরীক্ষা। সবেমাত্র শুরু হয়েছিল সেই পরীক্ষা। হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো ছাদ থেকে ভেঙে পড়ে বিশাল এক চাঙড়! আর, তা ভেঙে পড়ে তৃতীয় শ্রেণীর দুই শিশু শিক্ষার্থীর একেবারে মাথায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বুধবার সকাল ১১টা ৪০ নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর টাউন থানার অন্তর্গত ইন্দা প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় মাথা ফেটে যায় একজন ছাত্র এবং একজন ছাত্রীর। গুরুতর আহত ওই দুই পড়ুয়াকে দ্রুত নিয়ে যাওয়া হয় খড়্গপুর মহকুমা হাসপাতালে। ছুটে আসেন ওই চক্রের এস.আই (School Inspector) বা অবর বিদ্যালয় পরিদর্শকও। শিশুদের সঠিক চিকিৎসা করা হয়। তারপর, মাথায় ব্যান্ডেজ করে বেশ কয়েক ঘণ্টা পর ছাড়া। ঘটনা ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

thebengalpost.net
চাঙড় ভেঙে পড়ে আহত :

প্রসঙ্গত উল্লেখ্য, খড়গপুর শহরের এই ইন্দা প্রাথমিক বিদ্যালয় এর ভগ্নপ্রায় দশা প্রায় ৮-১০ বছর ধরে। এজন্য, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানোর পরও কোন কাজ হয়নি। স্কুলের সংস্কারের জন্য পাঠানো হয়নি কোন ফান্ড বা আর্থিক সহায়তা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা ঠিক এমনটাই জানান। স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে অভিভাবক-অভিভাবিকা জানান, এর আগে ২০১৯ সালেও একটি বড়সড় দুর্ঘটনা ঘটেছিল চাঙড় ভেঙে। এমনকি বর্ষার সময় সামান্য বৃষ্টি হলে স্কুলের ভেতর নর্দমার জল ঢুকে যায়। বিষয়গুলি নিয়ে বারবার এস.আই অফিস, ডি.আই অফিস থেকে শুরু করে মহকুমাশাসক ও জেলাশাসকের দপ্তরে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বুধবার খড়্গপুর মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে অবর বিদ্যালয় পরিদর্শক বা এস.আই দেবনাথ পন্ডা জানান, “সত্যিই ওনারা এই বিষয়ে বারবার চিঠি দিয়েছেন। আমাকে যতবারই চিঠি দিয়েছেন আমি ডিআই-র কাছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দিয়েছি বা ফরোয়ার্ড করে দিয়েছি। এই ঘটনার কথাও যথাস্থানে জানিয়েছি। আবারও একবার বিদ্যালয়ের ওই ভবন সংস্কারের জন্য ফান্ড পাঠানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করব।” (শিশুদের আহত ও রক্তাক্ত ছবি দেওয়া হয়নি প্রয়োজনীয় কিছু গাইডলাইনকে মান্যতা দিয়ে।)

thebengalpost.net
ভগ্নপ্রায় দশা স্কুল ভবনের (প্রতীকী ছবি) :