দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ:”পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকেই বায়োডাইভারসিটি পার্ক (Biodiversity Park) বা জীববৈচিত্র্য উদ্যান গড়ে তোলা আমাদের উদ্দেশ্য!” রবিবারই মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপালপুর জীববৈচিত্র্য পার্ক পরিদর্শনে এসে জানিয়েছিলেন, রাজ্যের বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ। সোমবার যেন তাঁর সেই কথারই প্রতিফলন দেখা গেল। পিংলা ব্লকের পিংলা থানা মহাবিদ্যালয়ে তৈরী হতে চলেছে জীববৈচিত্র্য পার্ক (Biodiversity Park)। খুব শীঘ্রই শুরু হবে কাজ। সোমবার বায়োডাইভারসিটি বোর্ড এবং কলেজের যৌথ উদ্যোগে হয়ে গেল পরিদর্শনের কাজ।

thebengalpost.net
জমি পরিদর্শন :

সোমবার‌ দুপুরে পিংলা কলেজে এসে সরজমিনে এলাকা পরিদর্শন করলেন, বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড. হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ড. অনির্বান রায়, জেলার কোঅর্ডিনেটর দেবজিৎ নন্দ প্রমুখ। ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. সুকুমার চন্দ্র, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন মাইতি, পূর্ত কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিবর্গ। কলেজ সূত্রে জানা গেছে, এই জীববৈচিত্র্য পার্কে (Biodiversity Park) সাধারণ গাছপালা ছাড়াও, হারিয়ে যাওয়া বহু গাছপালা দেখা যাবে। প্রকৃতিতে এখন আর সচরাচর দেখা যায় না এমন সব গাছ লাগানো হবে এই পার্কের মধ্যে। নতুন প্রজাতির এই সমস্ত উদ্ভিদ বা গাছপালার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতেই এই পার্ক তৈরীর উদ্যোগ। পিংলা কলেজের অধ্যক্ষ (Principal) ড. সুকুমার চন্দ্র বলেন, “এই জীববৈচিত্র্য পার্ক বিনোদন ও শিক্ষার সহবস্থান ঘটাবে। যা শিক্ষা ক্ষেত্রে একটা নতুন মাত্রা সংযোজন করবে। উপকৃত হবে এই প্রজন্মের পড়ুয়ারা।”