দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ এপ্রিল:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা’র পরই বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বিজ্ঞপ্তি-তে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২ মে থেকে ১৫ জুন অবধি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত (দার্জিলিং ও কালিম্পং জেলা ছাড়া) সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি। উল্লেখ্য যে, তীব্র গরম ও তাপপ্রবাহের কারণেই, স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী’র পরামর্শ মেনে। এমনিতে, ছুটি পড়ার কথা ছিল মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। তার পরিবর্তে, প্রায় দু’সপ্তাহ এগিয়ে নিয়ে আসা হল গরমের ছুটি। বুধবার সন্ধ্যায় সেই বিষয়ক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যে।

thebengalpost.net
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক:

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের সাংবাদিক বৈঠকে জানান, “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমি খবর পাচ্ছি, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। অনেকের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তাই, শিক্ষা দপ্তর-কে আমি অনুরোধ করব গরমের ছুটিটা ২ মে থেকে করে দাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছুটি ঘোষণা করে দাও। এই ‘লু’-টা ছেলেমেয়েরা সহ্য করতে পারছেনা! বেসরকারি স্কুলগুলোকেও এই পরামর্শ দাও।” এরপরই, শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, ২ মে থেকে ১৫ জুন অবধি (৪৪ দিন বা প্রায় দেড় মাস) বন্ধ থাকবে স্কুলগুলি। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-দের পরামর্শ দেওয়া হয়েছে, ২ মে থেকে হয় অনলাইন ক্লাসে ফিরে যাওয়ার জন্য কিংবা গরমের ছুটি দেওয়ার জন্য। এক্ষেত্রে, পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে, ২ মে থেকে অফলাইন ক্লাস বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তাপপ্রবাহের কারণেই, এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ২ মে থেকে ছুটি শুরুর কথা বলা হলেও, কতদিন অবধি ছুটি থাকবে, সেই বিষয়ে নির্দিষ্ট দিন বেঁধে দেওয়া হয়নি। বলা হয়েছে, গরমের পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয়, ততদিন অবধি এই ছুটি চালিয়ে যাওয়ার কথা। এই বিষয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির তরফে, আজ, বৃহস্পতিবার নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গেছে।