Institution

Vidyasagar University: অমৃত মহোৎসবের সমাপ্তি সন্ধ্যায় বিদ্যাসাগরের মঞ্চে কিংবদন্তি সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: আজাদি কা অমৃত মহোৎসবের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। একইসঙ্গে নবরূপে সজ্জিত ‘বিবেকানন্দ সভাগৃহ’-এর উদ্বোধনও করা হল। বৃহস্পতিবার (১১ আগস্ট) ছিল রাখী বন্ধন উৎসব এবং ‘মেদিনীপুরের অগ্নিশিশু’ বিপ্লবী ক্ষুদিরাম বসু’র আত্মবলিদান দিবস। আর, এই পুণ্য দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল এক বছর ধরে চলা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (স্বাধীনতার ৭৫ বছর পূর্তি) এর সমাপ্তি অনুষ্ঠানের জন্য। প্রথম অর্ধের অনুষ্ঠান এবং আধুনিক রূপে সজ্জিত ‘বিবেকানন্দ সভাগৃহ’-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। দ্বিতীয় অর্ধে, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। অসাধারণ এক শ্রাবণ সন্ধ্যায় কিংবদন্তি শিল্পীর ঐশ্বরিক কন্ঠের অনন্য পরিবেশনায় সঙ্গীতের সাগরে ডুব দিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রী সহ শহরের কয়েকশো শিল্পী ও অতিথিবৃন্দ।

পণ্ডিত অজয় চক্রবর্তী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সহশিল্পী (যন্ত্র-শিল্পী)রা :

প্রথিতযশা শাস্ত্রীয় শিল্পী, সুরকার, গীতিকার ও ‘সংগীতগুরু’ পণ্ডিত অজয় চক্রবর্তী-কে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ছিলেন নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ (ডিন) ড. সত্যজিৎ সাহা, কলা বিভাগের অধ্যক্ষ (ডিন) ড. তপন কুমার দে প্রমুখ। বিদ্যাসাগর, ক্ষুদিরামের মাটিতে পা রেখে নিজেকে ‘গর্বিত’ বলে তুলে ধরেছেন পণ্ডিত অজয় চক্রবর্তী-ও। আর, তাঁর অসামান্য ব্যক্তিত্ব, স্বর্গীয় কন্ঠে অভিভূত হলেন শ্রোতারা। রবি ঠাকুরের বর্ষা পর্যায়ের গান, “সঘন গহন রাত্রি” কিংবা কিশোর কুমারের সেই বিখ্যাত গান “ও সাম কুছ আজীব থি”- সবকিছুই গাইলেন শ্রোতা ও অতিথিদের অনুরোধে। তাঁর নিজের গান, “ও বরষা রে সবাই তোকে বরণ করে শুধু আষাঢ়ে/ আমি জানি আমার চোখে তোর বাস বার মাস”- মুগ্ধ বিবশ করে দেয় শ্রোতাদের। লালন ফকির, কাজী সাহেব-দের গানও করলেন অসামান্য দক্ষতায়। ভুললেন না মাত্র কয়েকদিন আগে প্রয়াত (৩১ জুলাই) কিন্নর কন্ঠী গায়িকা নির্মলা মিশ্র-কে স্মরণ করে তাঁর বিখ্যাত গান “এই বাংলার মাটিতে জন্ম মাগো আমায় দিয়ো” গাইতেও! শেষ করলেন, বঙ্কিমচন্দ্রের “বন্দেমাতরম” দিয়ে। ৭০ বছর বয়সী প্রবাদপ্রতিম এই শিল্পী’র মতে, “কথার উপরে সুর বসালেই গান হয়না!” তাঁর মতে, সঙ্গীত হল এক সাধনা। আর, সেই সাধনার সাগরে আজো ভেসে চলছেন পণ্ডিত অজয় চক্রবর্তী! বৃহস্পতিবার সন্ধ্যায় সেই অনন্য সত্য-ই উপলব্ধি করলেন মেদিনীপুরের শ্রোতা ও শিল্পীরা।

বন্দেমাতরম পরিবেশনের সময় :

বিবেকানন্দ সভাগৃহ :

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: “মন্ত্রীসভাকে বাঁচালে, আমাদের কেন নয়?” সুপ্রিম শুনানির আগেই মেদিনীপুরে মোক্ষম প্রশ্ন ‘যোগ্য’ শিক্ষকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: "আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি। ওঁরা তো…

1 day ago

Midnapore: শালবনীতে জিন্দাল পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস! মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব বঙ্গ বাণিজ্য…

1 day ago

Midnapore: গান শুনিয়ে, মিষ্টি খাইয়ে নববর্ষের সূচনা জেলা পুলিশের! মেদিনীপুরে অভিনব উদ্যোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: বছরভর নানা রূপে দেখা যায় পুলিশকে। কখনও…

2 days ago

Midnapore: বুধ থেকে ‘বিকল্প’ পথেই স্কুল সামলাবেন প্রধান শিক্ষকরা! সিদ্ধান্ত চাকরিহারানো শিক্ষক-শিক্ষাকর্মীদের ‘বেতন’ নিয়েও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল: "তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের ১৭ এপ্রিলের শুনানির…

3 days ago

Midnapore: বিশ্বে তৃতীয়, ভারতে প্রথম! দু-দু’টি বিরল রোগাক্রান্ত সন্তোষকে নতুন জীবন দিলেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ এপ্রিল: একসঙ্গে দু-দুটি বিরল রোগ! দু-তিন বছর আগে…

5 days ago

Headmaster Recruitment: প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি পশ্চিম মেদিনীপুরে! শূন্যপদ প্রায় আড়াই হাজার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ এপ্রিল: দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান…

6 days ago