দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ সেপ্টেম্বর: “বলেছিলাম, মাথায় বন্দুক ঠেকালেও সিঙ্গুর ছেড়ে যাব না। উনি ট্রিগার-টা টিপে দিলেন!” ২০০৮ সালের ৩ অক্টোবর সকালে সেই ‘ঐতিহাসিক বিবৃতি’ দিয়ে সিঙ্গুর থেকে ন্যানো কারখানা সরিয়ে নেওয়ার ঘোষণা করেছিলেন রতন টাটা (Ratan Tata)। তারপর, গত ১৪ বছরে সিঙ্গুর তথা বাংলার বুকে ঘটে গেছে উল্লেখযোগ্য পট-পরিবর্তন! সেদিনের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ই আজকের মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ২০১৬ সালের ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের রায়ে কারখানা ভেঙ্গে কৃষকদের জমি ফেরতের নির্দেশ দেওয়া হয়। আর, শিল্প হারিয়ে সেই সিঙ্গুরেও আজ শ্মশানের নিস্তব্ধতা! গত ১১ বছরে শুধু সিঙ্গুর কেন, রাজ্যের কোথাও আর বড় বিনিয়োগ আসেনি বলেও বারবার অভিযোগ করেন বিরোধীরা! আর, টাটা’র তরফেও নতুন কোনো বিনিয়োগ বা প্রকল্পের কথা ঘোষণা করা হয়নি। অবশেষে যেন ‘শাপমোচন’ ঘটলো! বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) পশ্চিম মেদিনীপুরের ‘রেল শহর’ খড়গপুরে ‘টাটা মেটালিক্স’ (Tata Metaliks)-এর সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন সেদিনের সেই বিরোধী নেত্রী তথা আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা গোষ্ঠী জানিয়েছে, এই প্রকল্পের সম্প্রসারণে তাঁরা ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “৬০০ কোটি টাকা বিনিয়োগ করে নিজেদের কারখানার সম্প্রসারণ করেছে টাটা গোষ্ঠী। এক হাজারের বেশি কর্মসংস্থান হবে। ধন্যবাদ জানাই টাটা গোষ্ঠীকে।”
প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে টাটা- দের বিরুদ্ধে আন্দোলন করেই ‘বিরোধী নেত্রী’ থেকে ‘মুখ্যমন্ত্রী’ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি রক্ষা আন্দোলনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সিঙ্গুর থেকে টাটা’দের হাত গুটিয়ে নিতে বাধ্য করেছিলেন তিনি! বৃহস্পতিবার সেই টাটার ৬০০ কোটি টাকার ইউনিট উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। এই নয়া ইউনিটের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২৭০০ কোটি টাকার সংস্থা টাটা মেটালিক্সের খড়গপুরে একটি ইউনিট ছিল আগেই। সেই ইউনিটটি দুই দশকের পুরানো। সেখানে পিগ আয়রন, ডাক্টাইল আয়রন পাইপ উৎপাদন করা হয়। ২০১৯ সালের পর থেকেই এই ইউনিটের সম্প্রসারণের কাজে হাত লাগায় টাটা। নয়া সম্প্রসারিত ইউনিট কাজ শুরু করলে বছরে টাটা খড়গপুরে ৫ লক্ষ টন ‘হট মেটাল’ উৎপাদন করতে পারবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। উল্লেখ্য, খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকের ভেতরে টাটা হিতাচিরও একটি কারখানা রয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…