Industry

Steel Plant: শালবনী নয় সৌরভের ইস্পাত কারখানা হবে গড়বেতায়! “অনেক কর্মসংস্থান হবে”, জানালেন মহারাজ স্বয়ং

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: “শালবনী নয় গড়বেতায় (যেকোনও একটি ব্লকে) হবে ইস্পাত কারখানা। আগামী ৩-৪ মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।” এবার জানিয়ে দিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (মহারাজ)। রবিবাসরীয় সন্ধ্যায় শহর কলকাতার বুকে শিল্প-সংক্রান্ত একটি অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই অনুষ্ঠানের সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেন তাঁর প্রস্তাবিত শালবনীর স্টিল প্ল্যান্ট প্রসঙ্গে। জবাবে সৌরভ জানান, “শালবনী নয় পশ্চিম মেদিনীপুরেরই গড়বেতায় তৈরি হবে সেই স্টিল প্ল্যান্ট।” আগামী ৩-৪ মাসের মধ্যেই সেই ইস্পাত কারখানা তৈরির কাজ অনেকটা হয়ে যাবে বলে আশাবাদী তিনি। উল্লেখ্য যে, গত ১ মে (২০২৪)-ই বেঙ্গল পোস্ট ডিজিটালের একটি প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল গড়বেতা ৩নং ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন ডুকিতে অবস্থিত প্রয়াগ ফিল্ম সিটির অব্যবহৃত প্রায় হাজার একর জমিতে হতে পারে সৌরভের ইস্পাত কারখানা। জিন্দলরা তাঁদের বরাদ্দ জমি ফেরত দিতে না চাওয়াতেই যে সৌরভের প্রস্তাবিত কারখানার ‘স্থান-পরিবর্তন‘ হবে; আগেই জানিয়েছিলাম আমরা।

রবিবারের অনুষ্ঠানে সৌরভ:

রবিবারের (২ জুন) অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্টিল প্ল্যান্ট নিয়ে তাঁর কী কথা হয়েছিল, সে কথাও জানিয়েছেন সৌরভ। সৌরভ জানান, “মুখ্যমন্ত্রীকে প্রথম যখন এই প্রস্তাব দিয়েছিলাম তখন তিনি বেশ অবাকই হয়েছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন, তুমি স্টিল প্ল্যান্ট দিয়ে কি করবে? আমি জানিয়েছিলাম আসানসোল আর পাটনাতেও আমার ইস্পাত কারখানা আছে!” এরপরই সৌরভ বলেন, “গড়বেতায় কারখানা হলে অনেক কর্মসংস্থান হবে। আগামী ৩-৪ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।” উল্লেখ্য যে, গত সেপ্টেম্বর (১৫ সেপ্টেম্বর, ২০২৩) মাসে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’- থেকে সৌরভ গাঙ্গুলী ঘোষণা করেছিলেন পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দলদের ছেড়ে দেওয়া জমির একাংশে (প্রায় ৬০০ একর জমিতে) ইস্পাত কারখানা গড়ে তুলবেন। পরে জানা যায়, গড়বেতা-৩ নং ব্লকের প্রয়াগ ফিল্ম সিটির অবশিষ্ট কয়েকশ একর জমিতে হবে কারখানা। যদিও, গড়বেতা ২নং ব্লকের গোয়ালতোড়ের কৃষি খামারের সরকারি (শিল্পোন্নয়ন নিগমের) পতিত জমিতেও কারখানা হতে পারে বলে একাংশের অনুমান।

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, গত ১ মে (২০২৪) মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল কটাক্ষ করেছিলেন, “আমরা তো এতটাও বোকা নই। আমরা তো প্রথম থেকেই বলে আসছি, পুরোটাই ধোঁকা! বাংলার মানুষ তথা মেদিনীপুরের মানুষের সঙ্গে প্রতারণা মাত্র! দেখা যাক, আমরাও অপেক্ষা করে আছি, দেখি শালবনীর কারখানা থেকে কবে ধোঁয়া বেরোয়!” পাল্টা জবাবে শালবনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ মন্তব্য করেছিলেন, “উনি আসলে জানেন না, শালবনীতে JSW-র যে জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় ইস্পাত কারখানা গড়ার প্রস্তাব দিয়েছিলেন, জমি হস্তান্তরজনিত জটিলতার কারণে ওখানে JSW কর্তৃপক্ষই ভারী শিল্প করবেন। আর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত ইস্পাত কারখানা হতে পারে, চন্দ্রকোনা রোডের (ডুকি সংলগ্ন) প্রয়াগ ফিল্ম সিটির ইউনিট-ওয়ানের অব্যবহৃত জমিতে। সেই কাজ অনেকটাই এগিয়েছে বলেও আমরা জানি।” রবিবার রাতে অবশ্য জেলা বিজেপি-র মুখপাত্র অরূপ দাস কটাক্ষ করেছেন, “শালবনীতে জমি-জোটের কারণেই কারখানা হলো না। ওই জমি দেওয়া হয়েছিল জিন্দলদের। মুখ্যমন্ত্রী ফের ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিতে চেয়েছিলেন। পুরোটাই ভাঁওতাবাজি! তার সঙ্গে আছে কাটমানি সমস্যা। আসলে দেখবেন এই মুখ্যমন্ত্রীর আমলে শালবনী, গড়বেতা কোথাও শেষ পর্যন্ত কারখানা হবেনা!”

প্রয়াগ ফিল্ম সিটি (ফাইল ছবি):

News Desk

Recent Posts

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

15 hours ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

17 hours ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

2 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

2 days ago

Midnapore: সিরিঞ্জ থেকে জীবনদায়ী ওষুধের সং*কট মেদিনীপুর মেডিক্যালে! চিঠি লিখলেন জুনিয়র ডাক্তাররা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…

3 days ago

Midnapore: ‘দ্রোণাচার্য’ পুরস্কারে ভূষিত হলেন বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বন্দ্যোপাধ্যায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…

3 days ago