মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: বিশাখা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Visaka Industries Ltd.) এর উদ্যোগেই পশ্চিম মেদিনীপুর তথা শালবনীতে এলো নতুন শিল্প। শালবনীর দক্ষিণশোলে (চ্যাংশোল/কৃষ্ণপুর মৌজা) বিশাখা’র অ্যাসবেসটস (Asbestos) কারখানার পাশেই প্রায় ৬০ বিঘা জমিতে নতুন এই কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিশাখা ইন্ডাস্ট্রিজ এর JMD জি. ভামসি কৃষ্ণা (G. Vamsi Krishna)। সেই উপলক্ষেই রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারখানার জন্য নির্ধারিত জমিতে হয়ে গেল ‘ভূমিপূজা’ (Bhoomi Puja)। বিশাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কারখানাতে তৈরি হবে ভি-নেক্সট ফাইবার সিমেন্ট বোর্ড ও স্যান্ডউইচ প্যানেল। এজন্য প্রায় ১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিশাখা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। নতুন বছরের (২০২৩) মাঝামাঝি সময়ে (জুন-জুলাই মাস নাগাদ) কারখানা সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। ২০২৩ এর আগস্ট থেকে উৎপাদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে বিশাখা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।
এদিন, বিশাখা ইন্ডাস্ট্রিজের জেএমডি (JMD) জি. ভামসি কৃষ্ণা এবং বিশখা গ্রুপের ডাইরেক্টর জে.পি. রাও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের শিল্পবান্ধব উদ্যোগে সাড়া দিয়ে তাঁরা এগিয়ে এসেছেন। তাঁরা ‘পরিবেশবান্ধব’ ভি-নেক্সট বোর্ড ও প্যানেল প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। ফলে, এই এলাকায় বায়ুদূষণ হবেনা বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, নতুন এই কারখানার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৬০০ জনের কর্মসংস্থান হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে, ২৫০-৩০০ জন সরাসরি কারখানায় কাজ পাবেন। যে তালিকায় থাকবেন জমিদাতা পরিবারের সদস্যরাও। পরোক্ষভাবে আরও ৩০০-৪০০ জনের কর্মসংস্থান হবে বলেও তাঁরা জানিয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (JMD) জি. ভামসি কৃষ্ণা। এদিনের, ভূমিপুজো অনুষ্ঠানে কারখানার আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ প্রমুখ। নেপাল সিংহ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শালবনীতে ফের নতুন শিল্প স্থাপিত হতে চলেছে। ওসিএল-ডালমিয়া, জেএসডব্লিউ ছাড়াও বিশাখার একটি কারখানা আগে থেকেই (২০০৩) ছিল। এখানকার উপযুক্ত পরিবেশের জন্য বিশাখা পুনরায় আমাদের আবেদনের সাড়া দিয়ে নতুন শিল্প স্থাপন করতে চলেছে।” স্বভাবতই উচ্ছ্বসিত শালবনী বাসী! (কর্মসংস্থানের বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, এজন্য Visaka Industries Ltd, Salboni কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাখুন। কিভাবে আবেদন করবেন এবং কবে করবেন, তা আমাদের জানানো হলে, আমরা পরবর্তী প্রতিবেদনে জানিয়ে দেব।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ৫ এম.এল, ১০ এম.এল-র সিরিঞ্জ থেকে অ্যাড্রিনালিনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ…