Industry

Visaka Industries: ‘বিশাখা’র হাত ধরেই পশ্চিম মেদিনীপুরে নতুন শিল্প! ৬০০ জনের কর্মসংস্থান হবে শালবনীর কারখানায়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: বিশাখা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Visaka Industries Ltd.) এর উদ্যোগেই পশ্চিম মেদিনীপুর তথা শালবনীতে এলো নতুন শিল্প। শালবনীর দক্ষিণশোলে (চ্যাংশোল/কৃষ্ণপুর মৌজা) বিশাখা’র অ্যাসবেসটস (Asbestos) কারখানার পাশেই প্রায় ৬০ বিঘা জমিতে নতুন এই কারখানা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিশাখা ইন্ডাস্ট্রিজ এর JMD জি. ভামসি কৃষ্ণা (G. Vamsi Krishna)। সেই উপলক্ষেই রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারখানার জন্য নির্ধারিত জমিতে হয়ে গেল ‘ভূমিপূজা’ (Bhoomi Puja)। বিশাখা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কারখানাতে তৈরি হবে ভি-নেক্সট ফাইবার সিমেন্ট বোর্ড ও স্যান্ডউইচ প্যানেল। এজন্য প্রায় ১৩০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিশাখা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে। নতুন বছরের (২০২৩) মাঝামাঝি সময়ে (জুন-জুলাই মাস নাগাদ) কারখানা সম্পূর্ণভাবে নির্মিত হয়ে যাবে বলে তাঁরা আশাবাদী। ২০২৩ এর আগস্ট থেকে উৎপাদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে বিশাখা ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

ভূমিপুজো :

এদিন, বিশাখা ইন্ডাস্ট্রিজের জেএমডি (JMD) জি. ভামসি কৃষ্ণা এবং বিশখা গ্রুপের ডাইরেক্টর জে.পি. রাও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের শিল্পবান্ধব উদ্যোগে সাড়া দিয়ে তাঁরা এগিয়ে এসেছেন। তাঁরা ‘পরিবেশবান্ধব’ ভি-নেক্সট বোর্ড ও প্যানেল প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। ফলে, এই এলাকায় বায়ুদূষণ হবেনা বলে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে, নতুন এই কারখানার ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৬০০ জনের কর্মসংস্থান হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে, ২৫০-৩০০ জন সরাসরি কারখানায় কাজ পাবেন। যে তালিকায় থাকবেন জমিদাতা পরিবারের সদস্যরাও। পরোক্ষভাবে আরও ৩০০-৪০০ জনের কর্মসংস্থান হবে বলেও তাঁরা জানিয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর (JMD) জি. ভামসি কৃষ্ণা। এদিনের, ভূমিপুজো অনুষ্ঠানে কারখানার আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ প্রমুখ। নেপাল সিংহ জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শালবনীতে ফের নতুন শিল্প স্থাপিত হতে চলেছে। ওসিএল-ডালমিয়া, জেএসডব্লিউ ছাড়াও বিশাখার একটি কারখানা আগে থেকেই (২০০৩) ছিল। এখানকার উপযুক্ত পরিবেশের জন্য বিশাখা পুনরায় আমাদের আবেদনের সাড়া দিয়ে নতুন শিল্প স্থাপন করতে চলেছে।” স্বভাবতই উচ্ছ্বসিত শালবনী বাসী! (কর্মসংস্থানের বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন, এজন্য Visaka Industries Ltd, Salboni কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রাখুন। কিভাবে আবেদন করবেন এবং কবে করবেন, তা আমাদের জানানো হলে, আমরা পরবর্তী প্রতিবেদনে জানিয়ে দেব।)

কারখানার আধিকারিকরা :

ভূমিপুজো হল নতুন কারখানার:

News Desk

Recent Posts

Midnapore: ‘এই সময় দীপ্তি’-র অডিশন হয়ে গেল মেদিনীপুর শহরেও

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বহু প্রতীক্ষিত "এই সময় দীপ্তি ২০২৫" আবার ফিরে এসেছে। এবারের আয়োজন…

5 hours ago

Midnapore: “তাড়াতাড়ি সুস্থ হয়ে মেয়ের কাছে ফিরুক নাসরিন!” আল্লাহর কাছে দোয়া করলেন সেলিম, ইনসানরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: আগের তুলনায় অনেকটাই ভালো আছেন নাসরিন খাতুন।…

17 hours ago

Midnapore: নতুন করে আরও ৩ জন জন্ডিস আক্রান্তের খোঁজ মিললো মেদিনীপুর শহরে! জলে মিললো ‘কোলিফর্ম ব্যাকটেরিয়া’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক…

4 days ago

Midnapore: জন্ডিসের প্রকোপ মেদিনীপুর শহরে, একটি ওয়ার্ডেই আক্রান্ত ২৪ জন! “সমস্যা পানীয় জলেই”, জানালেন CMOH

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: মেদিনীপুর শহরের সুকান্তপল্লী সহ শহরজুড়ে প্রায় ৪০-৫০…

5 days ago

Kharagpur: দিলীপ-কাণ্ডে পথে নামেননি, খড়্গপুর মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে ইস্তফার নির্দেশ কল্যাণীকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৭ মার্চ: গত ২১ মার্চ খড়্গপুর শহরের ৬নং ওয়ার্ডে রাস্তা…

5 days ago

Medinipur: পনেরোতেই অন্তঃসত্ত্বা! লাইন দেখে মাথায় হাত BMOH-র; ‘রং নম্বর এসেছিল’ নাবালিকার স্বীকারোক্তি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ: ১৪ বছরে বিয়ে। ১৫ বছর পড়তে না…

5 days ago