দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পুজোর আগেই শিলান্যাসের সম্ভাবনা! কারখানা গড়ে উঠবে আগামী দেড়-দু’বছরের মধ্যেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবিত এই ইস্পাত কারখানা গড়ে উঠবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের (ডুকি সংলগ্ন) প্রয়াগ ফিল্ম সিটির ইউনিট-ওয়ানের অব্যবহৃত জমিতে। গড়বেতা-৩ নং ব্লকের চন্দ্রকোনা রোডে প্রায় ৪০০ একর জমির উপর কারখানাটি গড়ে উঠতে চলেছে। ইন্টিগ্রেটেড স্টিল প্যান্ট হবে। টিএমটি বার সহ ইস্পাতের সমস্ত রকম সামগ্রীই সেখানে তৈরি হবে। শুক্রবার (২৮ জুন) কলকাতায় একটি অনুষ্ঠানে এই বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্বয়ং সৌরভ (Sourav Ganguly)-ই। টিএমটি বার নির্মাতা সংস্থা ‘ক্যাপ্টেন স্টিল’ (Captain Steel) কারখানাটি গড়ে তুলবে। শুক্রবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সৌরভের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে সিএবি-র পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিনিধি তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরারও।

thebengalpost.net
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সুজয় হাজরা (ইডেন গার্ডেন্সে):

শনিবার (২৯ জুন) মেদিনীপুরে সুজয় জানিয়েছেন, “সিএবি-র বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনাল ম্যাচ (রশ্মি মেদিনীপুর উইজার্ডস সেমিফাইনালেই পরাজিত হয় মুর্শিদাবাদ কিংসের কাছে) উপলক্ষে গতকাল (শুক্রবার) ইডেন গার্ডেন্সে এসেছিলেন ‘দাদা’ (সৌরভ গঙ্গোপাধ্যায়)। সেখানেই দাদার সঙ্গে তাঁর প্রস্তাবিত কারখানার বিষয়ে কথা হয়। উনি জানিয়েছেন দ্রুত কারখানা গড়ে তুলতে চলেছেন। আমাকে গড়বেতার (৩নং ব্লকের) ওই জায়গার বিষয়ে জানতে চাইছিলেন। আমি আশ্বস্ত করে বলেছি, খুবই শান্তিপূর্ণ এলাকা। কোনও সমস্যা হবেনা! আমরা সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য উদগ্রীব হয়ে আছি।” ঠিক কবে হবে শিলান্যাস, সেই বিষয়ে সুজয়কে কিছু বলেননি সৌরভ। তবে খুব তাড়াতাড়িই যে তা হবে, তা অবশ্য নিশ্চিত করেছেন টিম-ইন্ডিয়ার প্রাক্তন ‘ক্যাপ্টেন’ সৌরভ। একটি সংবাদমাধ্যমকে সৌরভ শুক্রবার (২৮ জুন) জানিয়েছেন, “পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। বছর দেড়েকের মধ্যে কারখানার নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশা করছি। মোট ৩,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে।”

সৌরভ এও জানিয়েছেন, ক্যাপ্টেন স্টিল এই বিনিয়োগ করবে। আগামী দেড়-দু’মাসের মধ্যে কারখানার শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। সেখানে সৌরভ থাকবেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য যে, ক্যাপ্টেন স্টিলের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত আছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা প্রাক্তন BCCI প্রেসিডেন্ট। গত ১৫ বছরের বেশি সময় ধরে ক্যাপ্টেন টিএমটি বার-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ। বর্তমানে ক্যাপ্টেন স্টিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫.২৫ লক্ষ টন। স্টিল ছাড়াও ফেরো অ্যালয় ও রিয়েল এস্টেট ক্ষেত্রে ব্যবসা রয়েছে ক্যাপ্টেন স্টিল গ্রুপের। পশ্চিম মেদিনীপুরের কারখানায় বিপুল কর্মসংস্থান হবে বলেও সৌরভ জানিয়েছেন। সিএবি-র পশ্চিম মেদিনীপুরের জেলা প্রতিনিধি তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা শনিবার বলেন, “বাংলার উন্নয়নে দিদি ছাড়া যেমন বিকল্প নেই; ঠিক তেমনই আমাদের সকলের প্রিয় দাদা-ও যেভাবে শিল্প নিয়ে উৎসাহী হয়েছেন, তা আমাদের বাংলার জন্য খুবই ভালো বার্তা।”

thebengalpost.net
চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটির মূল ফটক: