দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১৪ জুলাই: আর মাত্র কয়েক মিনিটের প্রতীক্ষা! তারপরই উৎক্ষেপণ হবে চন্দ্রযান ৩-র। শেষমুহূর্তের কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর ২টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ড বাজলেই ‘বাহুবলী’ এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান- ৩। দুপুর ২ টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ হবে। এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যে স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল, চন্দ্রযান ৩-র হাত ধরে ফের সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ইসরো-র চন্দ্রযান-২। চন্দ্রযান ২-র ‘ব্যর্থতা’-র হাত ধরেই চন্দ্রযান ৩-র সাফল্যের বীজ বুনছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন)। চার বছর আগের দ্বিতীয় চন্দ্রযান মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চন্দ্রযান ৩-তে একাধিক পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিয়ে ইসরোর চেয়ারম্যন এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান ২-তে কী ত্রুটি হয়েছিল, তা খতিয়ে পরীক্ষা করা হয়েছে। সেই ত্রুটির ভিত্তিতে চন্দ্রযান-৩ নিয়ে এগিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। এদিকে, ফ্রান্সে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই চন্দ্রযান-৩ মিশন নিয়ে টুইট করেন- “ভারতের মহাকাশ ইতিহাসে ১৪ জুলাই দিনটা স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। আমাদের তৃতীয় চন্দ্রাভিয়ান চন্দ্রযান-৩ যাত্রা শুরু করবে। দেশের আশা এবং স্বপ্ন নিয়ে যাবে এই দুর্দান্ত মিশন।”
উল্লেখ্য যে, চন্দ্রযান-৩ চাঁদের পৃষ্ঠ, বায়ুমণ্ডল নিয়ে তথ্য অন্বেষণ করবে। এখনও পর্যন্ত বিশ্বের ৩টি দেশ চাঁদে সফলভাবে মহাকাশযানের সফট ল্যান্ডিং করাতে পেরেছে। তালিকায় রয়েছে রাশিয়া, আমেরিকা ও চিন। মোট ৩৮ বার এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। ৫২% শতাংশ পরীক্ষায় সাফল্য মিলেছে । বলা যেতে পারে মোটামুটি ২০ বার সাফল্য পাওয়া গিয়েছে এই ধরনের মিশনে। চন্দ্রযান-৩ মিশন সফল হলে তালিকায় চতুর্থ দেশ হিসেবে যুক্ত হবে ভারত। গতবারের থেকে অনেকগুলি দিকে শিক্ষা নিয়ে এগোচ্ছে ইসরো। চাঁদে নামার আগের মুহূর্তেও সমস্যা হতে পারে। পরিকল্পনা মতো কাজ নাও করতে পারে ইসরোর চন্দ্রযান। তাই এবার আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিয়েছে ইসরো। সবরকম ঝুঁকির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযান ২ চাঁদে অবতরণের আগে সামান্য এদিক ওদিক হওয়ায় মিশন ফেল করে। চাঁদের পিঠে ভেঙে পড়ে ল্যান্ডার। সেই ভুল যাতে এবার না হয়, সেদিকে খেয়াল রাখতে ভারতীয় মহাকাশ গবেষণাকারী সংস্থা। সংবাদ সংস্থা পিটিআই-কে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘ফেলিউর বেসড’ পদ্ধতিতে তৈরি করা হয়েছে চন্দ্রযান ৩। আগের বারের মিশন অর্থাৎ চন্দ্রযান ২ তৈরি করা হয়েছিল ‘সাকসেস বেসড’ কায়দায়। সবমিলিয়ে, নতুন ইতিহাস সৃষ্টি হতে আর মাত্র কয়েক মিনিটের প্রতীক্ষা! (নিচের লিঙ্কে দেখুন সরাসরি: https://www.youtube.com/live/q2ueCg9bvvQ?feature=share)