দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ মার্চ:প্রায় তিন ঘণ্টার ‘ওপেন হাউস’ (Open House) বৈঠক থেকেই বেরিয়ে এলো রফাসূত্র বা সমাধান সূত্র। কয়েক হাজার পড়ুয়াকে নিয়ে সোমবার রাত্রি ৮ টা থেকে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) ‘টেগোর ওপেন এয়ার থিয়েটার’ এ আলোচনায় বসে খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন স্বয়ং ডিরেক্টর ভি.কে. তেওয়ারি (Director V.K. Tewari)। তিনি ছাত্রদের সমস্যা ও বক্তব্য মন দিয়ে শোনেন। এরপরই, পড়ুয়াদের ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে ক্যাম্পাসে ফিরে আসা এবং অফলাইন (Offline Examination) পরীক্ষা’র বিষয়ে সুনির্দিষ্ট সমাধানসূত্র বেরিয়ে আসে। পড়ুয়াদের দাবি মেনে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বি.টেক শেষ-সেমিস্টার (Last Semester) এর সমস্ত পরীক্ষা শিক্ষার্থীদের জন্য Optional বা ঐচ্ছিক করা হচ্ছে। অর্থাৎ, যে সকল পড়ুয়ারা ইতিমধ্যে ক্যাম্পাসে আছেন বা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরে আসতে পারবেন তাঁরা চাইলে অফলাইনে পরীক্ষা দিতে পারবেন। বাকি পড়ুয়ারা অর্থাৎ যারা ক্যাম্পাসে ফিরে আসতে পারবেন না কিংবা অফলাইন মোডে পরীক্ষা দিতে চাইবেন না, তাঁরা অনলাইনেই পরীক্ষা দেবেন। এক্ষেত্রে, পড়ুয়াদের মতামত বিবেচনা করবে আইআইটি কর্তৃপক্ষ। ডাইরেক্টর স্বয়ং, আইআইটি খড়্গপুরের কয়েক হাজার পড়ুয়াদের সামনে এই প্রতিশ্রুতি দেন। এরপরই, খুশিতে ফেটে পড়েন পড়ুয়ারা!
প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক দু’বছর আগে করোনা কালে ছাত্রদেরকে হোস্টেল থেকে কার্যত জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল আইআইটি (IIT Kharagpur) কর্তৃপক্ষের বিরুদ্ধে। সম্প্রতি, সেই পড়ুয়াদেরই ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে ফিরে আসার নির্দেশিকা জারি করে কর্তৃপক্ষ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে অফলাইনে পরীক্ষার ঘোষণাও করা হয়। পড়ুয়াদের দাবি, বহু ছাত্র দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রয়েছেন, সেখান থেকে এত কম সময়ের মধ্যে তাঁরা কি করে ফিরবেন? তাই তাঁরা আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু, তা নাকচ করে দেয় আইআইটি কর্তৃপক্ষ। ফলে চরম দুশ্চিন্তায় পড়েন ছাত্ররা। আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, সোমবার সকাল ১১ টা থেকে লাগাতার বিক্ষোভে সামিল হন কয়েকশো পড়ুয়া। বেলা ২ টো অবধি চলে বিক্ষোভ। এরপরই, বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি মেনে সোমবার রাত ৮-টায় পড়ুয়াদের সঙ্গে ওপেন হাউস বৈঠক বা খোলামেলা আলোচনায় বসতে রাজি হন ডিরেক্টর ভি.কে. তেওয়ারি সহ আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি ছিল, অফলাইন পরীক্ষা ঐচ্ছিক বা অপশনাল (Optional) করা হোক অন্যান্য কয়েকটি আইআইটি’র মতো। সেই দাবি খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ মেনে নেওয়ায় খুশি পড়ুয়ারা।