দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:“ওরাই রাখে জ্বালিয়ে শিখা বিশ্ব-বিদ্যা-শিক্ষালয়…মার্কিনে আর জার্মানিতে পাচ্ছে তারা তপের ফল…সকল দেশে সকল কালে উৎসাহ-তেজ অচঞ্চল, ওই আমাদের আশার প্রদীপ, ওই আমাদের ছেলের দল!” কবির বাণী সার্থক করে তুললেন খড়্গপুর আইআইটি’র (IIT Kharagpur) প্রাক্তনীরা! দীর্ঘ দেড় বছর ধরে মহামারীর কবলে পড়ে এবং লকডাউন এর জন্য কর্মহীন হয়েছেন আইআইটি খড়গপুর ক্যাম্পাসের সঙ্গে জড়িত বহু মানুষ! এইসব দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা আইআইটি খড়গপুর (IIT Kharagpur) এর প্রাক্তনীরা। তাঁদের দেওয়া ১০ লক্ষ ডলার (প্রায় ৭ কোটি টাকা) অর্থে এইসব দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল গঠন করে, ত্রাণ সামগ্রী বিলি করার কাজ শুরু করা হলো। সমগ্র মহামারী পর্ব জুড়ে এভাবেই আইআইটি খড়্গপুর ক্যাম্পাসের কর্মহীন-অসহায় মানুষদের পাশে থাকা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের আধিকারিকরা।

thebengalpost.in
কর্মহীনদের পাশে আইআইটি খড়্গপুরের প্রাক্তনীরা :

আইআইটি খড়্গপুরের প্রাক্তনীদের এই মানবিক কর্মসূচির নাম দেওয়া হয়েছে, “তোমার আমাদের সাহায্য করেছো, আমাদের ফিরিয়ে দেওয়ার পালা” (You care for us, Now let us take care of you)। মহামারীর সময়ে এইসকল কর্মহীন মানুষদের অন্নসংস্থান করার লক্ষ্যে এভাবেই এগিয়ে চলেছেন প্রাক্তনীরা। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারী (Prof. V. K. Tewari) জানান, “যতদিন মহামারীর প্রভাব থাকবে, ততদিন তাঁরা এই সহযোগিতা চালিয়ে যাবেন।”