দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ডিসেম্বর: চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) এর ৬৯-তম সমাবর্তন অনুষ্ঠান (Convocation)। আর, সেই অনুষ্ঠানের জন্য ড্রেস কোড বা পোশাক বিধি নির্দিষ্ট করে দেওয়া হলো কর্তৃপক্ষের তরফে। গত সপ্তাহেই পড়ুয়াদের মেল করে এই পোশাক-বিধি সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ। আর, তারপরই বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে এই পোশাক-বিধি সম্পর্কে। জানা যায়, এই নির্দেশিকায় ভারতীয় সনাতনী সাজের কথা বলা হয়েছে। ছেলেদের পাঞ্জাবি-পাজামা ও মেয়েদের শাড়ির পরার কথা বলা হয়েছে।
এমনকি, পোশাকের রং, সেলাই, কলার— সব কিছুই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দেশে মেয়েদের সোনালি পাড়ের সাদা শাড়ি ও সাদা ব্লাউজ পরতে বলা হয়েছে। তবে, স্লিভলেস বা হাতকাটা ব্লাউজ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মেয়েরা কেমন অলঙ্কার পরবেন, তা-ও বলা হয়েছে। ছেলে ও মেয়ে উভয়ের পায়েই কোলাপুরী চপ্পল থাকতে হবে— এমনই নির্দেশ এসেছে। এই পোশাক বিধিতে নারী ও পুরুষ, এই দুই লিঙ্গের কথা উল্লেখ থাকলেও; তৃতীয় লিঙ্গের কোন উল্লেখ না থাকায় বিভিন্ন মহল থেকে সমালোচনা করা হয়েছে। আইআইটি’র মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি কতখানি যুক্তিযুক্ত সেই প্রশ্নও করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এই বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোন মন্তব্য করা হয়নি। তবে, এমন পোশাক বিধির কথা আইআইটি খড়্গপুরের জনসংযোগ বিভাগের তরফে স্বীকার করা হয়েছে। বিশুদ্ধ সনাতনী পোশাক বা মেয়েদের শাড়ির বিষয়ে বিভাগের তরফে জানানো হয়েছে, “পোশাক বিধির জন্য একটি নির্দিষ্ট কমিটি তৈরি করা হয়। তাঁরাই এটা ঠিক করেন। প্রতি বছর যে একই ধরনের বিধি থাকবে, তাও নয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বাধীনতা আছে। এ নিয়ে পড়ুয়াতের তরফে কোনরকম অভিযোগ বা মন্তব্য করা হয়নি। কাজেই অহেতুক সমালোচনা হচ্ছে।” তবে, তৃতীয় লিঙ্গের বিষয়টি নিয়ে আইআইটি খড়্গপুরের জনসংযোগ বিভাগের তরফে কোনো মন্তব্য করা হয়নি।