IIT KHARAGPUR

IIT Kharagpur: “কুকুর বিড়ালের মতো পুড়িয়ে মারা হয়েছে আমার ছেলেকে!” IIT খড়্গপুরের মেধাবী ছাত্রের দেহ নিতে এসে মেদিনীপুরে বিস্ফোরক অভিযোগ বাবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ অক্টোবর: “আমার ছেলেকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কুকুর বিড়ালের মতো পুড়িয়ে মারা হয়েছে। ছ’-সাত দিনের লাশকে গতকালের বলে চালানো হচ্ছে!” শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গের সামনে দাঁড়িয়ে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মৃত মেধাবী ছাত্র ফাইজান আহমেদ (Faizan Ahmed)-এর বাবা সেলিম আহমেদ। কান্নায় ভেঙে পড়েন মা রেহানা আহমেদ ও মাসি সালমা আহমেদ। কিছুতেই তাঁরা ফাইজানের মৃত্যু মেনে নিতে পারছেন না! তাঁদের ছেলে কখনোই আত্মহত্যা করতে পারেন না বলে জানিয়েছেন তাঁরা। বাবা সেলিম আহমেদ জানিয়েছেন, “আমরা ইনসাফ চাই। আমাদের ছেলেকে খুন করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে মৃতদেহ দেখানো হয়েছে তা আমাদের ছেলের নয়! অনেক স্বাস্থ্যবান এক মৃতদেহ দেখানো হয়েছে। মুখের আদল সম্পূর্ণ আলাদা। আমাদের ছেলে হতেই পারে না! ওকে জ্বালিয়ে, পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে।” হাউ হাউ করে কাঁদতে কদতে মর্গের সামনেই লুটিয়ে পড়েন মা রেহানা ও মাসি সালমা! শনিবার সন্ধ্যা অবধি এই ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে চাঞ্চল্য বজায় আছে। ময়নাতদন্তের পর এখনও ফাইজানের দেহ বের করা হয়নি।

বিস্ফোরক অভিযোগ বাবা-মা’র :

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হস্টেলের একটি রুম থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ফাইজান আহমেদের (২৩) দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও আইআইটি কর্তৃপক্ষ মৃত্যুর সঠিক কারণ না জানালেও, প্রাথমিকভাবে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলেই চালানো হচ্ছিল! তবে, কিভাবে মৃত্যু, তার সঠিক কারণ জানানো হয়নি। মানসিক চাপে বা অসুস্থ হয়েও মৃত্যু হতে পারে বলে একাংশের মত। অন্যদিকে, রাজেন্দ্র প্রসাদ হলের (RP Hall) ছাত্র ফাইজানের দেহ লালা লাজপত রায় হল (LLR Hall) থেকে অন্তত দু’দিন পর উদ্ধার করা হয়েছিল বলেই সূত্রের খবর। কারণ, দুর্গন্ধ হয়ে যাওয়া, পচা-গলা দেহ উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠালেও, পরে তা ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এরপর, শনিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছন ফাইজানের বাবা-মা, মাসি সহ আত্মীয় পরিজনেরা। ছিলেন বন্ধু-বান্ধবরাও। তবে, তাঁর বাবা-মা বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে মানতে চাননি! তাঁদের ছেলে কখনোই আত্মহত্যা করতে পারেন না বলে, ফাইজানের বাবা-মা জানিয়েছেন। আইআইটি খড়্গপুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে, খুনের অভিযোগ করেছেন তাঁরা। যথাযথ তদন্তের দাবিও তুলেছেন। এদিকে, ফাইজানের পরিবারের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে টুইট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লিখেছেন, “আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্র, তিনশুকিয়ার বাসিন্দা ফাইজানের দুর্ভাগ্যজনক মৃত্যুতে আমি শোকাহত! তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।”

শোকে আকুল পরিজনেরা:

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)’র টুইট :

বামদিকে ফাইজান (ফাইল ছবি) ও ডানদিকে বাবা-মা (মেদিনীপুর মেডিক্যালে):

News Desk

Recent Posts

IIT Kharagpur: বর্তমান পড়ুয়াদের স্টার্টআপ কোম্পানির জন্য বিপুল বিনিয়োগ প্রাক্তনীদের! z21 Ventures-র সঙ্গে MoU স্বাক্ষর IIT খড়্গপুরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ নভেম্বর: আইআইটি (IIT)-র মতো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে অভাব…

5 hours ago

Midnapore: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে, ফেরার পথে জাতীয় সড়কে মর্মা*ন্তিক দুর্ঘ*টনা! বাড়ি ফেরা হল না মেদিনীপুর শহরের দুই যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর: দোকান বন্ধ করে রাতেই বেরিয়েছিলেন বাইক নিয়ে।…

10 hours ago

Snake Lover: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন; পোষা কেউটের দংশনেই প্রাণ হারালেন পশ্চিম মেদিনীপুরের ‘সর্পবন্ধু’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: সাপ ধরে বাড়িতেই পরিচর্যা করতেন। এলাকাবাসীদের কথায়,…

2 days ago

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের…

2 days ago

Midnapore: কথা দিয়ে কথা রাখেনি; পশ্চিম মেদিনীপুরের শিক্ষকের করা মামলায় বহুজাতিক সংস্থাকে জরিমানা করল জেলা ক্রেতা সুরক্ষা আদালত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: সংগ্রাম, আন্দোলন কিংবা প্রতিবাদ। বরাবরই পথ দেখিয়ে…

3 days ago

Medinipur: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ি; হঠাৎই বেরিয়ে এল প্রাচীন সুড়ঙ্গ! চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বাড়ির ভিত তৈরির জন্য চলছিল খোঁড়াখুঁড়ির কাজ। খোঁজ মিলল…

3 days ago