দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ:সপ্তাহের প্রথম দিনই পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। অফলাইনে পরীক্ষা বাতিলের দাবিতে সোমবার দুপুর থেকে খড়্গপুর IIT’র প্রধান গেটে বিক্ষোভ দেখালেন আইআইটি খড়্গপুরের পড়ুয়ারা। IIT’র পড়ুয়াদের অভিযোগ, কোভিড পরিস্থিতিতে আইআইটি কর্তৃপক্ষ একপ্রকার পড়ুয়াদের বাধ্য করেছিল ক্যাম্পাস ছাড়তে। এরপর, মার্চের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই নোটিশ দিয়ে, ক্যাম্পাসে উপস্থিত হয়ে অফলাইন পরীক্ষার কথা জানায়। ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসের হাজার হাজার পড়ুয়া-কে উপস্থিত হওয়ার নোটিশ জারি করা হয়েছে আইআইটি কর্তৃপক্ষের তরফে। কারণ, আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের সেমিস্টারের পরীক্ষা শুরু হবে অফলাইনে! আর, আইআইটি কর্তৃপক্ষের এই নির্দেশের বিরুদ্ধেই বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। এর আগে, কর্তৃপক্ষের কাছে নানাভাবে আবেদন-নিবেদন করেও কাজ হয়নি বলে, এদিন প্রায় ৪০০-৫০০ পড়ুয়া নজিরবিহীন বিক্ষোভে সামিল হলেন!

thebengalpost.net
IIT Kharagpur এ বিক্ষোভ:

উল্লেখ্য যে, ঠিক দু’বছর আগে করোনা কালে ছাত্রদেরকে হোস্টেল থেকে কার্যত জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার, সেই পড়ুয়াদেরকেই আইআইটি ক্যাম্পাস ফেরাতে মরিয়া কর্তৃপক্ষ। এদিকে, নির্দেশিকা জারির পর থেকেই বেঁকে বসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, বহু ছাত্র দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে রয়েছেন, সেখান থেকে এত কম সময়ের মধ্যে তাঁরা কি করে ফিরবেন? তাঁরা আইআইটি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু, তা নাকচ করে দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন ছাত্ররা। আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, সোমবার সকাল ১১ টা থেকে লাগাতার বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো পড়ুয়া। বেলা ২ টো অবধি চলে বিক্ষোভ। শেষ খবর পাওয়া পর্যন্ত, ডাইরেক্টরের সঙ্গে বিক্ষোভকারী পড়ুয়াদের কয়েকজন সাক্ষাৎ করেছেন।‌‌ রাত্রি ৮ টায় পড়ুয়াদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসবেন কর্তৃপক্ষ। তবে, আলোচনা ফলপ্রসূ না হলে, লাগাতার বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে।