দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৯ মার্চ:সম্প্রতি মা-কে হারিয়েছিলেন। মা- এর পারলৌকিক কাজকর্ম সেরে সদ্য ফিরেছিলেন ক্যাম্পাসে। আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সেই মেধাবী পড়ুয়া-ই মঙ্গলবার ভরদুপুরে আত্মহত্যার চেষ্টা করলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে, প্রথমে আইআইটি ক্যাম্পাসের ভেতরে বি.সি. রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাওড়া’র নারায়নী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে! মেধাবী ওই পড়ুয়া এম.টেক (M.Tech) ফার্স্ট ইয়ারের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হলে ওই পড়ুয়া নিজের রুমের মধ্যেই বিছানার চাদর গলায় দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছিল! এদিকে, তাঁকে খাওয়ার জন্য বন্ধুরা বারবার ডাক দিলেও, ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলোনা। এরপরই, দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই পড়ুয়া। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে আইআইটি খড়্গপুরের বি.সি রায়. টেকনোলজি হাসপাতালে (B.C.Roy Technology Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাওড়ার নারায়নী হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, পনেরো-কুড়ি দিন আগে ওই পড়ুয়ার মা প্রয়াত হয়েছেন। সমস্ত কাজ সম্পন্ন করে মাত্র দু’দিন আগেই ক্যাম্পাসে ফিরেছিলেন। তার মধ্যেই এই ঘটনা! প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের কারণেই ওই মেধাবী পড়ুয়া আত্মহননের চেষ্টা করেছিলেন। যদিও, এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন আইআইটি কর্তৃপক্ষ।(পড়ুয়ার আত্মসম্মানের কারণে, নাম দেওয়া হলোনা!)