thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: প্রবল সংক্রমণের আবহে, গত ১৭ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি অবধি লকডাউন বিধি-নিষেধ জারি করা হয়েছিল আইআইটি খড়্গপুরে (IIT Kharagpur)। সংক্রমণ কিছুটা কমতে শুরু করায়, আজ (২৪ জানুয়ারি) থেকে সেই কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়া হচ্ছে। ফলে, শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক কাজকর্ম তথা পঠন পাঠন। যদিও, বেশিরভাগ ক্লাস আগের মতোই অনলাইনে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে, খড়্গপুর আইআইটি’র গ্রুপ- বি, সি ও ডি’র কর্মীদের ৫০ শতাংশ উপস্থিতি গ্রাহ্য করা হয়েছে। বাকিদের Work from Home নিয়মে কাজ করতে হহবে ক্যাম্পাসের মধ্যে অন্যান্য সাধারণ কোভিড বিধিনিষেধও বজায় থাকছে।

thebengalpost.net
আইআইটি খড়্গপুর (IIT Kharagpur):

উল্লেখ্য যে, আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে যথেচ্ছ প্রবেশের উপর বিধিনিষেধ থাকছে। তবে, জরুরি কাজ কর্মের ক্ষেত্রে বা উপযুক্ত পরিচয় পত্র থাকলে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা অবধি প্রবেশ করা যাবে। তবে, আইআইটি মেন গেট এবং আরেকটি গেট খোলা থাকবে, অন্যান্য গেট বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোন থেকে আসা ব্যক্তিদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিনা কারণেও, আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে প্রবেশ করা যাবেনা! ক্যাম্পাসের মধ্যে থাকা দোকানপত্র ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চালানো যাবে। খোলা থাকবে রাত্রি ১০ টা অবধি। প্রতিটি ক্ষেত্রে মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে পড়ুয়া ও কর্মী মিলিয়ে খড়্গপুর আইআইটি’র প্রায় ৩০০-৩৫০ জন সংক্রমিত হওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল কর্তৃপক্ষ।