দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৬ ফেব্রুয়ারি:’ডিজিটাল লাইব্রেরি’ (Digital Library)-র দুনিয়ায় অনবদ্য ভূমিকা রাখার জন্য আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক (Librarian) ড. বাবলু সূত্রধর (Dr. Bablu Suttadhar)-কে “আই.এল.এ – কাউলা সেরা গ্রন্থাগারিক পুরস্কার ২০২৩” (ILA – KAULA BEST LIBRARIAN AWARD 2023)- এ সম্মানিত করা হল। ভারতীয় গ্রন্থাগার সমিতি বা ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি (২০২৪) আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে (Gauhati University) অনুষ্ঠিত ৬৯-তম আন্তর্জাতিক সম্মেলনে তাঁকে সম্মানিত করা হয়। উল্লেখ্য যে, ডিজিটাল লাইব্রেরিতে জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন এবং ওপেন-সোর্স সফ্টওয়্যার বিষয়ে নানা কর্মশালার আয়োজনে তাঁর ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত।

thebengalpost.net
পুরস্কৃত ড. বাবলু সূত্রধর (মাঝখানে):

এছাড়াও, ডক্টর সূত্রধরের নির্দেশনায় এই মুহূর্তে ভারতের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি (এন.ডি.এল.আই) ই-লার্নিংয়ের ক্ষেত্রে সারা বিশ্বের ব্যবহারকারীদের কাছে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠেছে। ৩০-টিরও বেশি ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি (আই.ডি.আর) ওয়ার্কশপের আয়োজনের মাধ্যমে ২ হাজারেরও বেশি লাইব্রেরি প্রফেশনালের দক্ষতা গড়ে তুলতে তাঁর অনবদ্য ভূমিকা রয়েছে। বর্তমানে, তাঁর অনবদ্য নেতৃত্ব ও তত্বাবধানে ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় এবং কলেজেগুলোতে ৫২০০ টিরও বেশি এন.ডি.এল.আই ক্লাব সক্রিয়ভাবে গড়ে উঠেছে। ৪৪ টিরও আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে তাঁর পান্ডিত্যপূর্ণ কৃতিত্ব ও অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। তিনি লাইব্রেরি অটোমেশন, ডিজিটাল লাইব্রেরি এবং ইনস্টিটিউশনাল রিপোজিটরি বিষয়গুলির উপর একশোটিরও বেশি প্রকল্পে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও, ডিজিটাল লাইব্রেরি, ডিজিটালাইজেশন, ইলেকট্রনিক রিসোর্স ম্যানেজমেন্ট, ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি, মেটাডেটা স্ট্যান্ডার্ডস এবং স্ট্রাকচার এবং ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া (এন.ডি.এল.আই)-র মতো নানাবিধ বিষয়ে ড. সূত্রধরের অনন্য উপস্থাপনা শত শত আমন্ত্রিত অতিথিদের আলোচনার মাঝেও স্বাতন্ত্র্যে উজ্বল হয়ে ওঠে!

সর্বোপরি, গ্রন্থাগার বিজ্ঞানে অসামান্য পারদর্শিতা ও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ড. সূত্রধর-কে ভারতীয় গ্রন্থাগার সমিতির ৬৯-তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে “আই.এল.এ – কাউলা সেরা গ্রন্থাগারিক পুরস্কার ২০২৩” প্রদান করা হয়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বহুমুখী প্রতিভার অধিকারী ড. বাবলু সূত্রধর পেশাগত সাধনা ও কৃতিত্বের বাইরেও সংগীতচর্চাতেও সমান পারদর্শী। তাঁর উদাত্ত কন্ঠের গজল শ্রোতাদের মুগ্ধ, বিবশ করে বলে জানান আইআইটি খড়্গপুরের অধ্যাপক, ছাত্র-ছাত্রী ও আধিকারিকরা। (Edited by Maniraj Ghosh)