thebengalpost.net
IIT Kharagpur :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: আইআইটি খড়্গপুরে বিভিন্ন গবেষণা সংক্রান্ত কাজে মাঝেমধ্যেই পড়ুয়াদের নিয়োগ করা হয়। তেমনই একটি গবেষণা প্রকল্পে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তি (www.iitkgp.ac.in) প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। আগামী ১৮ আগস্টের মধ্যে অনলাইনেই এজন্য আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

thebengalpost.net
IIT Kharagpur :

প্রতিষ্ঠানের এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে যথাক্রমে ৩২, ৩৫ এবং ২৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। সিনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিকের পরিমাণ হবে যথাক্রমে ৩৫,০০০ টাকা, ৫৪,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা। মাসিক পারিশ্রমিক ধার্য করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকে।

গবেষণা প্রকল্পটির নাম, ‘সেলফ লাইফ স্টাডি অফ ফর্টিফায়েড রাইস/ ফর্টিফায়েড রাইস কার্নেলস (এসএলএস)’। প্রকল্পটিতে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সংস্থা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই)। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য প্রার্থীদের ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি/ বায়ো সায়েন্স/ মাইক্রোবায়োলজি/ বায়োকেমিস্ট্রি অথবা সম্পর্কিত বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও, খাদ্যগুণ পরীক্ষার সমস্ত নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। একই ভাবে অন্য পদগুলির জন্যেও ধার্য করা হয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.iitkgp.ac.in) গিয়ে সমস্ত নথি-সহ পদগুলিতে আবেদন জানাতে পারবেন। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদে আবেদনের জন্য ১০০ টাকা জমা দিতে হলেও,i অন্য পদগুলির জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না।